Tito
They have to be non Muslim or anti Muslim to get respect from anti Islam intellectuals. "আল মাহমুদবিশ্বাসী একজন কবি. মরহুম কবি ফররুখের প্রতি কী নির্মম আচরণই না করেছি। দরবেশ কবি ফররুখকে কী আমরা না খাইয়ে মারিনি? বেঁচে থাকার একমাত্র অবলম্বন হিসেবে তার চাকুরিটাকে কী আমরা কেড়ে নেই নি? তাকে কী ভিটে ছাড়া করি নি? বিনা চিকিৎসায় কী হত্যা করি নি কবির কিশোরী কণ্যাকে? আমরা পৃথিবীবাসী শুধু দেখি রক্ত আর ক্লেদ- বুঝিনা মৃত্যুর ভাষা, সত্য আর মিথ্যার প্রভেদ।'"
..........................................................................................................
Shaon
আল মাহমুদ মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযুদ্ধকে পুঁজি করে কোন ব্যবসা করতে শেখেন নি। তা না হলে আজ তিনি দেশের একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে মিডিয়ার প্রথম পাতায় থাকতেন সর্বক্ষণ! টিভির রঙ্গিন পর্দায় দিন রাত চলতো তার বন্দনা, শাহবাগে জ্বলতো লক্ষ মোমবাতী, তীলক আঁকা হতো তার রোগ মুক্তি চেয়ে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী আমলা আর চাটুকাররা ভাঁজ না ভাঙ্গা পাঞ্জাবী গা'এ ছুটোছুটি করতেন তার শয্যাপার্শ্বে! চেতনার ব্যাবসায়ীরা ও মিডিয়াও আল মাহমুদ-এর বন্দনায় মুখে ফেনা তুলে ফেলতো !
..........................................................................................................