MD.Waliullah
শেখ হাসিনা দেশ ভালোই চালাচ্ছে। আমি সন্ত্রাসী জনপদে ছিলাম। খালেদা জিয়া র‍্যাব গঠন করেছিলেন সন্ত্রস নির্মূলের জন্য শেখ হাসিনা সেটিকে বন্দ না করার জন্য ধন্যবা। আমরা এখন সন্ত্রাস মুক্ত। শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে নেমেছেন তাতেই এই নাটক গুলো হচ্ছে। কে নিবে এদেশের দায়িত্ব? আমরা কার হাতে দেশের দায়িত্ব দিব? আমরা জনগন সবাই দুর্নীতিবাজ জারা চাই শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিক তারা কি পারবে বলতে যে আমি দুর্নীতিবাজ নয়। কেউ বলতে পারবে না। শেখ হাসিনা জেমন ছাত্রদের আন্দলোনে ছড়িয়েছে গুজব একটা শব্দ তেমনি এদেশে দুর্নীতিবাজ অফিসারেরা ঘুষ কে বানিয়েছে পিসি। মাদকের বিরুদ্দে লড়াই শুরু হতেই এই নাটক জাতে সবাই মাদকের কথা ভূলে জাই।
..........................................................................................................
sharfuddin shawon
শিক্ষার্থী নিহত ঘটনায় যে আন্দোলন সকল শ্রেনী পেশার মানুষের সমর্থন ছিল।পরবর্তীতে যখন গুজব আর জামাতি,বামাতি ও বিএনপি যোগদিল তখন আন্দেলনের চেয়ারা পাল্টে রুপ নিল সরকার পতনের আন্দোলনে।তখন ছাত্রদের পোষাক পড়ে,ভূয়া আডি কার্ড নিয়ে চাপাতি ও সাংবাদিক আক্রমনের দৃশ্য দেখে প্রতিরোধের মুখে ভুলন্টিত হল অপকৌশল। এ সরকারের বিরুদ্ধে ৭৫ থেকে এমনিভাবে সুজন,কুজন,দেশী-বিদেশী নীল সাংবাদিকতার,চক্রান্ত চলবে অবিরত।তাই উপরে উল্লেখিত যে উদ্বেগ ,উদভীগ্ন বা উৎকন্ঠার যে সমীকরন তাতে একমত পোষন করতে পারছি না।স্বাধীনতা যুদ্ধের সময়ও কেহ কেহ চিন্তার কারন ছিল তাই বলে কি আমরা মুক্তি লাভ করিনি?তবে সতর্কতা অবলম্বনে সহায়ক হতে পারে।।চিন্তার বিষয় নয়।।তাছাড়া শেখ হাসিনাতো বোনাস লাইভে আছেন।।যেটুকু পেয়েছি মোরা গর্বিত বাঙ্গালী।।
..........................................................................................................