দিদার হোসেন
কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদা'ই বিধান পেয়ে দুঃখ বেদোনা ভুলবে। . একাকীনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে-ঘাটে সম্পদের মোহে, খুন আর রাহাজানি রবে না। . কুরআন দিয়ে সমাজ গড়লে এ ধরণের সাহস কারো থাকবে না। মক্কা-মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর মদিনা থেকে হাজরামাউত পর্যন্ত নারী একাকী হেটে গেলেও এ ধরণের কাজ দূরের কথা, কেউ তাদের দিকে তাকাতোও না। বাংলাদেশেও যদি কুরআনের রাষ্ট্র গঠন করা যায়, তাহলে এদেশ থেকেও একদিক এই নোংরামি গুলো দূর হবে। (ইনশাআল্লাহ) তাই সবাইকে একত্রে কুরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। (আমীন)
..........................................................................................................
Mostufa kamal
ওরা পুলিশ না ওরা নিজের সার্থের জন্য অনেক কিছু করতে পারে
..........................................................................................................
সোহেল রানা
আমাদের দেশের পুলিশ দের কে আরও দায়িত্ব বান হতে হবে।১৮ কোটি মানুষের নিরাপ্তার জন্য সরকার তাদের নিয়োগ দিয়েছেন।তাদের কে মানুষ কে হয়রানির জন্য নিয়োগ করা হয় নাই রক্ষক যদি বক্ষক এ রুপ নেই শান্তি আসবে কোথা থেকে।মানুষ তাদের উপর আস্থা হারিয়ে ফেলচে।
..........................................................................................................