MAB TITO
মি. সিনহা প্রায়ই বলতেন, সরকার নিম্ন আদালতকে নগ্নভাবে নিয়ন্ত্রণ করছে। এখন উচ্চ আদালতকে নিয়ন্ত্রণে নিতে চায়। সে কথাই সত্য প্রমাণিত হলো। স্পষ্ট কথা বলার অনেক সুনাম ছিল মি. সিনহার। আমার মনে হয়, অতি কথন তার বর্তমান পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী। তিনি রাজনীতিবিদদের মতো কথা বলতেন। তার কথায় রাজনীতিবিদদের মনে ভয় ধরতে শুরু করেছিলো। তার পরে যা ঘটার তা ঘটে গেল। সুরেন্দ্র সিনহা ষোড়শ সংশোধন বাতিলের রায়ে যা উল্লেখ করেছেন, তার চেয়ে আরো অনেক বেশি কিছু লিখলেও হয়তো তার জীবনে দুঃখজনক ঘটনাটি ঘটত না। বিপত্তি ঘটেছে রায়ে শহীদ জিয়ার প্রবর্তিত এবং ইতিপূর্বে বিলুপ্ত করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করায়, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে সমালোচনা না করায়, আর বর্তমান সংসদকে অকার্যকর বলায়। অতীতের মতো রায়ে যদি এই সরকারকে বাদ দিয়ে শুধু বিরোধী দল, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সরকারের মতো ঢালাওভাবে সমালোচনা করতেন ষোড়শ সংশোধীতে, তাহলে যা ঘটেছে হয়তো তা ঘটত না। এ মুহূর্তে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দারুণ বিচারিক সঙ্কট চলছে।
..........................................................................................................