প্রবাসী ঈদে মনের ব্যথা

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১০ জুলাই, ২০১৬, ০৩:৪৪:৩০ দুপুর



আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Rose Rose Rose

تقبل الله منا ومنكم Rose Rose Rose ঈদ মোবারাক।

সম্ভাষণ জানাতে অনেকটা দেরী হয়ে গেল, খুব ব্যস্ত ছিলাম এমন নয়, বরং অনেকটা পেরেশানিতে ছিলাম। Surprised Surprised

একটি কথা ঐচ্ছিক হিসেবে বলে রাখি: عيد مبارك বা عيدكم مبارك বা كل سنة وانت طيب বা كل عام وانتم بخير এ জাতীয় বাক্য দ্বারা সম্ভাষণ জানানো এটা আঞ্চলিকতার উপর নির্ভর করে, যদি তা বিধর্মীদের কালচার না হয়, তাতে কোন শরয়ী' কোন নিষেধ নেই, আর এ সকল বাক্য দ্বারা সম্ভাষণ জানানোকে কেউ ইবাদত মনে করে না, তাই বিদআত হওয়ার সম্ভাবনাও নেই।

সাক্ষাতের প্রথম বাক্য সালাম দ্বারা শুরু করাই সুন্নাহ, হাদিসে এসেছে: السلام قبل الكلام কথা শুরু করার আগে সালাম, এটাই হাসিদের মর্মার্থ। (এই হাদীসের সনদ নিয়ে কিছু কথা থাকলেও অন্যান্য হাদিস দ্বারা এর সমর্থন পাওয়া যায়)


জীবনের ধারাবাহিকতায় প্রবাসী জীবনের একাধারে দশটা ঈদ প্রবাসে কাটানোর পর ১১তম ঈদ স্বজনদের সাথে কাটানোর হাজার চেষ্টা করেও বিফল হলাম।

পৃথিবীতে মানুষ কত কিছুই তো আশা করে, কিন্তু সবার পক্ষে সব কিছু পাওয়া সম্ভব হয়ে উঠে না।

তবুও চেষ্টা থামিয়ে রাখিনি। আলহামদু লিল্লাহ, Thumbs Up অবশেষে ৩রা আগস্ট দেশে যাওয়ার জন্য টিকিট নিলাম। ইন শা আল্লাহ ১২তম ঈদ "ঈদুল আজহা" দেশে করবো, এটা ছুড়ান্ত করেছি। কুরবানীর ঈদের মাস খানিক পর আবার আপনজনদের অশ্রুসিক্ত করে প্রবাসে ফিরে আসবো।

তবে এবারের ঈদ দেশে না করতে পেরে অনেকটাই মর্মাহত হয়েছি, কারণ ছয় মাস আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম, তবুও তাক্বদীরের নির্ধারণই বড় কথা। Crying

এভাবেই কেটে যায় প্রবাসীদের দিনরাত। পারিবারিক চাহিদা ও প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে দেশে যাওয়ার সময় নির্ধারণ করা, অতঃপর আরবাব (স্পন্সর) এর মর্জির উপর নিজের চাহিদাকে ছেড়ে দেওয়া ছাড়া কিছুই করার নেই। Crying

তবুও ঈদ বলে কথা, দেশে স্বজনদের নতুন পোষাকে, ভালো খাবারে ঈদ কেটেছে, এটাই প্রবাসীদের মনের আনন্দ।



সবার জীবন সূখী হোক, ভরে উঠুক ঈদ আনন্দে। আবারো ঈদ মোবারাক।



বিষয়: বিবিধ

১৭৭১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374296
১০ জুলাই ২০১৬ দুপুর ০৩:৪৯
কুয়েত থেকে লিখেছেন : এভাবেই কেটে যায় প্রবাসীদের দিনরাত। ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ জুলাই ২০১৬ রাত ১১:১৮
310567
আবু জান্নাত লিখেছেন :
প্রবাসীরাই বুঝে প্রবাসীদের মনের দুঃখ।
অনেক ধন্যবাদ ভাই।
১১ আগস্ট ২০১৬ বিকাল ০৫:০৩
311923
কুয়েত থেকে লিখেছেন : প্রবাসীরাই বুঝে প্রবাসীদের মনের দুঃখ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ Good Luck Good Luck
374301
১০ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

আহারে!! At Wits' End At Wits' End আমিতো ভেবেছিলাম আপনি দেশে!! আপনার লিখা পড়ে কষ্ট লাগলো অনেক। যাক কোরবানী ঈদের কথা মনে করে ভালো লাগলো। Cheer Bee Cheer

বেশী প্রতীক্ষায় আরও বেশী আনন্দ মিলবে ইনশাল্লাহ।
Thumbs Up Rose Thumbs Up
নিশ্চয়ই জান্নাতম্নির কথা মনে করে ছবিটি সংগ্রহ করেছেন? অন্নেক ভালো লাগলো!
Rose Music Music Rose
সবার জন্য ঈদ শুভেচ্ছা। আপ্নাকেও ঈদ মোবারক!
Rose Star Rose
১০ জুলাই ২০১৬ রাত ১১:৪৬
310569
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, শ্রদ্ধেয়া খালাম্মুনি।

বাড়ীতে না পেরে অনেকটাই মর্মাহত হয়েছি।

ঈদে সবচেয়ে বড় উপহার মনে হয়েছে: জান্নাতের হাসিমাখা ছবিটি।

অনেক আনন্দের অপেক্ষায় দিনগুনছি।

আপনার পরিবারের সবাইকে অনেক অনেক ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারাক।

374305
১০ জুলাই ২০১৬ বিকাল ০৪:৫৬
হতভাগা লিখেছেন : কুরবানীর ঈদ হবে সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝিতে ? এত আগে দেশে এসে কি করবেন ?

শুনেছি ৬ মাসের ছুটি নাকি দেয় এরা ?
১১ জুলাই ২০১৬ দুপুর ০৩:৪৫
310587
আবু জান্নাত লিখেছেন : বছরে এক মাসের ছুটি পাওয়া যায়, দু'বছরে আমার দুমাস প্রাপ্ত, কফিলের কাছে রিকোয়েস্ট করে ২.৫ মাসের ছুটি পেলাম।

কুরবানীর ঈদের ১ মাস পর ফিরবো ইন শা আল্লাহ।

শুধু ঈদ একমাত্র উদ্দেশ্য নয়, পরিবারকে সময় দেওয়াই প্রধান উদ্দেশ্য। সন্তানরা বাবার ছায়া না পেলে একগুয়েমীতে বড় হয়। পরবর্তীতে বাবার কদর থাকে না।

ছয় মাস ছুটি তাদের, যারা স্বাধীন ভিসায় আছেন, বা নিজের লাইসেন্স/বিজনেস আছে।

১১ জুলাই ২০১৬ দুপুর ০৩:৫১
310589
হতভাগা লিখেছেন : কয়েক বস্তা গিফট আনা লাগবে
১১ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
310595
আবু জান্নাত লিখেছেন : ঈদ ছাড়াও গিফট আনতে হয়, নিকটাত্মীয়দের কিছু না কিছু তো দিতেই হয়, যেমন ধরুন: পাঞ্জাবীর কাপড়, রুমাল, আতর, জুতা, চুলের তৈল, সাবান, খেজুর, অন্যান্য কাপড়।

১১ জুলাই ২০১৬ রাত ০৯:১১
310600
হতভাগা লিখেছেন : রেমিটেন্সের পরেও টেন্স ?
১২ জুলাই ২০১৬ দুপুর ০২:১৬
310644
আবু জান্নাত লিখেছেন : এভাবেই প্রবাসীদের জীবন চালিয়ে নিতে হয়।
374322
১০ জুলাই ২০১৬ রাত ০৮:১৮
শেখের পোলা লিখেছেন : আপনার সাথে সহমর্মিতায় শামিল হলাম।
১১ জুলাই ২০১৬ দুপুর ০৩:৪৫
310588
আবু জান্নাত লিখেছেন : অনেক অনেক শুকরিয়া চাচাজান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File