Rose ব্লগ আয়োজন মাহে রমাদান প্রস্তুতির প্রথম পর্ব পর্যালোচনা ও কৃতজ্ঞতা স্বীকারRose

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ০৪ জুন, ২০১৬, ০৯:৪৬:১২ সকাল



প্রায় পনেরো ঘণ্টা করে টানা এক মাস উপবাস থাকতে হবে, ক্ষুধা পিপাসার কষ্টে অসহ্য মনে হবে, তবুও কষ্টকে মেনে নেওয়ার মানসিকতা নিয়ে আল্লাহর আদেশ পালনে আপনাদের প্রবল আগ্রহ আমাকে অভিভূত করেছে। রমজান সম্পর্কে জানার, অন্যকে জানানোর, সর্বোপরি সম্মিলিতভাবে আমল করার তাড়না দেখে জোর দিয়েই একথা বলতে পারি, বহমান নষ্ট সময়ে সকল প্রতিকূলতাকে পেরিয়ে কিছু মানুষ আল্লাহর সন্তোষ অর্জনে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠিত হওয়া মাহে রমাদান প্রস্তুতির প্রথম পর্বে আপনাদের সরব উপস্থিতি এবং সাড়াদানে খুবই আনন্দিত হয়েছি। আয়োজন কেন্দ্রিক পোস্ট হয়েছে ১০ টি। লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা, আবু জান্নাত, মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম, দিল মোহাম্মদ মামুন, মহিউদ্দীন মাহী, রিদওয়ান কবির সবুজ, মুহাম্মদ ২। সবাইকে আল্লাহ্ উত্তম জাযা দান করুন।

বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সন্ধাতারা আপার প্রতি। যিনি ছিলেন বলেই আয়োজনটির স্বার্থকতায় বাড়তি মাত্রা যোগ হয়েছে।

সবার আলোচনার সার সংক্ষেপ হচ্ছে:

১ রমাদান উম্মতে মুহাম্মদের উপর চাপিয়ে দেওয়া আকস্মিক ইবাদত নয়, বরং পূর্ববর্তী নবীদের উপর ফরজকৃত ইবাদতের ধারাবাহিকতা মাত্র। তবে মর্যাদায় শ্রেষ্ঠ।

২ রমাদান কুরআন নাজিলের মাস। কুরআন শিখবে, শেখাবে, দারসের মাধ্যমে অর্থ বুঝে বুঝে আমল করবে, সর্বোপরি কুরআন ভিত্তিক সমাজ গঠন করবে।

৩ রোজার উদ্দেশ্য কেবল আল্লাহকে ভয় করার মাধ্যমে সন্তুষ্টি অর্জন।

৪ প্রশিক্ষণের মাস হিসেবে রোজায় আমলের মাধ্যমে নিজেদের শতভাগ প্রশিক্ষিত করে তুলবে। এ যে প্রশিক্ষণের মাস, ধীরে ধীরে নষ্ট হতে যাওয়া এ অনুভূতি ফিরিয়ে আনতে হবে। জাহান্নাম থেকে মুক্তি, গুনাহ মাপের মোক্ষম সময় কাজে লাগাতে হবে।

৫ রমজানের আগেই মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

৬ তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে।

৭ প্রতিটি মুহুর্ত আল্লাহর স্মরণে মনকে ব্যস্ত রাখবে।

৮ ন্যায় ভিত্তিক সমাজ গঠনে অগ্রনী ভূমিকা রাখতে হবে। কেননা এ মাসে ধনী গরিব সকলেই ক্ষুধার কষ্ট সমভাবে অনুভব করে।

৯ একজন গোলাম যেমন মনিবের আদেশ পালনে সচেষ্ট, তেমনই আল্লাহর দাস হিসেবে আমরাও আদেশ নিষেধ পালনে টু শব্দটি করবনা।

১০ সিয়াম একমাত্র ইবাদত, যার প্রতিদান আল্লাহ স্বয়ং দিবেন। রোজাদার কতইনা ভাগ্যবান, রাইয়ান নামক দরজা দিয়ে যাদের জান্নাতে প্রবেশ করাবেন। যাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও উত্তম। কিয়ামতের দিন রোজা তাদের জন্য সুপারিশ করবে। রোজাদার এ মাসে পায় এমন এক রাত, যা হাজার মাসের চেয়ে উত্তম।

১১ রোজার মাসে দাম থাকার কথা কম, কেননা শিক্ষা দেয় মানবিক হতে। অথচ রোজায় দাম হয়ে যায় অসহনীয়। যার মানে বিশাল একটা সংখ্যার রোজা রাখায় ত্রুটি বিচ্যুতি আছে। আল্লাহ্ ভীতির পরিবর্তে মুনাফা অর্জন মুখ্য! এ সংস্কৃতি ইমান আমল ধ্বংস করে দিবে।

১২ ইফতার সেহেরিতে বিলাসবহুল খাবারে হালাল হারামের পার্থক্য করতে হবে।

১৩ যে আল্লাহ্ রোজা ফরজ করেছেন, তিনিই ফরজ করেছেন পর্দা। সুতরাং রোজার অনুশীলনের সাথে সাথে পর্দার অনুশীলন অবশ্যই করতে হবে।

১৪ বেশি বেশি দান করতে হবে। ইফতার পার্টি করার চেয়ে গরীবদের প্রতিদিনকার ইফতার সেহরির যোগান দানে সচেষ্ট থাকতে হবে।

১৫ রোজাকে স্রেফ আনুষ্ঠানিকতায় পরিণত করা যাবেনা।

১৬ সারা মাস কষ্ট করে রোজা রেখে ঈদের সময় বাবা মা অথবা স্বামীর কাছে দামী দামী পোশাকের বায়না ধরা যাবেনা, যা মেটাতে গিয়ে রোজা রেখেও তাদেরকে ঘুষ দুর্নীতির আশ্রয় নিতে হয়।

সম্মানিত পাঠকবৃন্দ, আয়োজনে ব্লগারদের কষ্টার্জিত পোস্টগুলো যদি এক পোস্টে পাওয়া যায়, নিশ্চয় তা উত্তম হয়। সে জন্য সবগুলো পোস্টের লিংক নিচে দিয়ে দিলাম, প্রয়োজন মত দেখে নেবেন। আর এই লেখাটা ব্রাউজারের বুক মার্কে সেভ করতে ভুলবেননা।

রমাদানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে লিখেছেন রিদওয়ান কবির সবুজ । বিস্তারিত দেখুন নিচের লিংকে-

রমাদানের লক্ষ্য ও উদ্দেশ্য

রমাদান মাসে আমল, এ বিষয়ে লিখেছেন ব্লগার মহিউদ্দীন মাহী। বিস্তারিত দেখুন নিচের লিংকে-

রমাদান মাসে আমল

পূর্ববর্তী ধর্মমতে রমাদান বিষয়ে লিখেছেন ব্লগার দিল মোহাম্মদ মামুন। বিস্তারিত দেখুন নিচের লিংকে-

পূর্ববর্তী ধর্মমতে রমাদান

রমজানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি প্রসঙ্গ। লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম। বিস্তারিত দেখুন নিচের লিংকে-

রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ প্রসঙ্গ

রমাদানের ফজিলত নিয়ে লিখেছেন ব্লগার আবু জান্নাত। বিস্তারিত দেখুন নিচের লিংকে-

রমাদানের ফজিলত

রমজানে করনীয় ও বর্জনীয় সম্পর্কে লিখেছেন ব্লগার মাহবুবা সুলতানা লায়লা। বিস্তারিত দেখুন নিচের লিংকে-

রমজানে করনীয় ও বর্জনীয়

একটি শিক্ষণীয় ঘটনা কালো বাদী

বিষয়: বিবিধ

১৭৯৩ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370943
০৪ জুন ২০১৬ সকাল ১১:৩৫
সন্ধাতারা লিখেছেন : Salam.......
০৪ জুন ২০১৬ দুপুর ১২:৩১
307795
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
সালাম দিয়ে কোথায় গেলেন?
০৪ জুন ২০১৬ দুপুর ০১:০৮
307803
সন্ধাতারা লিখেছেন : বেশী দূরে যাইনি সাথেই আছি ছোট ভাই। Good Luck Love Struck Good Luck
০৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
307838
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিও কিন্তু দূরে যাইনি, কাছেই ছিলাম। শুধু কথা বলিনি।
370945
০৪ জুন ২০১৬ দুপুর ১২:২৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গাজী সালাউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ।
০৪ জুন ২০১৬ দুপুর ১২:৩৪
307799
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
সবাই কেমন আছে জানিনা, তবে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ।
আপনাকেও অনেক ধন্যবাদ জনাব।
০৪ জুন ২০১৬ দুপুর ০১:১০
307804
সন্ধাতারা লিখেছেন : লিখার উপরে মন্তব্য নেই কেন দিল ভাই?
370947
০৪ জুন ২০১৬ দুপুর ০১:০৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ছোট ভাই। দৈনন্দিন জীবনের দমবন্ধ করা পরিবেশে অহর্নিশ নানান প্রতিকূলতাকে দু’পায়ে ঠেলে আপনার দুর্দমনীয় কঠিন প্রচেষ্টাকে কৃতজ্ঞচিত্তে সাধুবাদ জানাই। মহান রব আপনার এই অমূল্য শ্রম ও সদিচ্ছাকে কবুল করুণ, কায়মনোবাক্যে এই দোয়া করি।

অতি সুন্দর প্রাঞ্জল ও আকর্ষণীয় ভাব ও ভাষায় মাহে রমযানের উপর নির্বাচিত লিখাগুলোর চম্ৎকার বিশ্লেষণ ও পর্যালোচনা মুগ্ধ করলো। আমাদের ব্লগীয় অঙ্গনে অনেক অভিজ্ঞ ও দক্ষ লেখক/লেখিকাদের বিশেষ যত্ন ও শ্রম দিয়ে সাজানো লিখাগুলোর লিঙ্ক তথা সারগর্ভ ও সারাংশ থেকে অনেক অজানা গুরুত্বপূর্ণ তথ্য জানা হল মাশাআল্লাহ।

বিশেষ করে শ্রদ্ধাভাজন সবুজ ভাই অসুস্থ শরীর নিয়ে যেভাবে এগিয়ে এসেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

দয়াময় সকলকেই উত্তম জাযা দান করুণ।

সকলের প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিক সাড়াদানে প্রথম পর্বের আলোচনা অনেক সুন্দর ও উপভোগ্য হয়েছে মাশালআল্লাহ। যা আমার একার পক্ষে কোনভাবেই সম্ভবপর হতো না। তারপরও আপনার বিশেষ কৃতজ্ঞতা জানানোর মানসিকতাকে কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা জানাই।

আগামী পর্বগুলোতেও সকল সম্মানিত, উদ্যমী ও উৎসাহী ভাইবোনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য।

জাজাকাল্লাহু খাইর।


০৪ জুন ২০১৬ দুপুর ০১:১৬
307805
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম আপু, আপনি যেভাবে গাজী সালাউদ্দীন ভাইকে পাম্প দিয়েছেন আমার তো মনে হয় উনে ফুলে ৫ ফিট মোটা হয়ে গেছে... হা হা হা
উনি অনেক পরিশ্রম করেছেন এই জন্য দোয়া করি উনি যেন একটা উত্তম, ইসলামিক মাইন্ডেড সুন্দরী মেয়ে পায়।
০৪ জুন ২০১৬ দুপুর ০২:১৯
307806
সন্ধাতারা লিখেছেন : এখানে ফোলানোর কিছুই নেই দিল ভাই। আমি যেটুকু ব্যক্ত করেছি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি, বোধ ও বিশ্বাস থেকেই। যা গাজী ভাইয়ের নিতান্তই প্রাপ্য বলে মনে করি।

এই ব্লগে অনেক মানুষের মহতী প্রচেষ্টা ও অবিরাম শ্রম আমাকে বিমোহিত করে, যেমনঃ শ্রদ্ধেয় শেখের পোলা বড় ভাই, সবুজ ভাই, আফ্রাম্নিসহ বেশ কিছু ব্লগারবৃন্দ। যাদের অব্যাহত প্রচেষ্টা ও আন্তরিক উপস্থিতি এই ব্লগটিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদিও আমাদের আফ্রামনি একটু আধটু অভিমান করে মাঝে মাঝে নিজেকে আড়াল করে রাখার ব্যর্থ চেষ্টা করে মাত্র।

একজন মানুষের কর্মের যথাযথ মূল্যায়ন, জ্ঞান ও ত্যাগের অনুপম সৌন্দর্যকে যে জাতি বিকশিত করতে কার্পণ্য করে বা বাধাগ্রস্ত করার মানসিকতা পোষণ করে, যেখানে জ্ঞানী ও গুণীরা সম্পূর্ণরূপে অবহেলিত থাকে সেখানে মহৎ মানুষগুলোর হৃদয়বৃত্তির সুকুমার চর্চাগুলো ক্রমেই হারিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে।

তাই বাড়িয়ে বলা নয় যার যতটুকু যোগ্যতা, উদারতা, মানসিকতা এবং সৎকর্ম করার অব্যাহত প্রাণান্তকর প্রচেষ্টা আছে তাকে যথাযোগ্যভাবে মূল্যায়ন করা উচিৎ বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যদিও আমি জানি, আপনি গাজী ভাইকে নিয়ে ফান করেছেন মাত্র।

০৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
307840
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপা।
আমিন আমিন আমিন। আমি খুব অযোগ্য মানুষ। যা করতে চাই, তা যথাযথ ভাবে করতে পারিনা, তবুও সামান্য কিছু একটা করতে পারার আনন্দ আমায় তৃপ্তি দেয়। বিশেষ করে ইসলামের জন্য কিছু করতে পারার আনন্দ অন্য কিছুতে হয়না। আপা, আপনি হয়তো ওমর সিরিজ দেখে থাকবেন। বাংলা ডাবিং এর কাজ চলছে। ইতোমধ্যে প্রথম দুই পর্ব ইউটিউবে পাওয়া যাচ্ছে। ৯ ম পর্বের অনুবাদ করেছি আমি। আশা করা যায় রমজানে তা প্রকাশ পাবে। আরো দুই একটা পর্ব করার অনুরোধ এসেছে, দোয়া করতে ভুলবেননা।
আপনার মূল্যায়ন এই ধরনের কাজে আমাকে বারবার সাহসী করে তুলবে, তাতে সন্দেহ নেই।
সবুজ ভাইসহ আল্লাহ্ সবাইকে সুস্থ করে দিন।
আমিও ছিলাম না, তাই আপনি না থাকলে বেশ অগোছালো হয়ে যেতো। ভাগ্যিস আল্লাহ্ আপনাকে থাকার তাওফীক দিয়েছেন।
আপনার কামনাই আমার কামনা।
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দিক।
আপনার হক কথা ভাই আট তারিখ সবার লেখায় কমেন্ট, উতসাহ দেওয়ার জন্য থাকবে তো?
370950
০৪ জুন ২০১৬ দুপুর ০৩:০৪
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম,

সবাই সালাম দেয়, খালি আমি দিলে ই হয়রানি Crying

ভালো হলো লিংক গুলো দিলেন, মাত্র দুইটা পড়া হয়েছিল, এখন আর বিভিন্ন জায়গায় খুজতে হপে না Happy

জাঝাক আল্লাহ খাইরান, সবাই কে Good Luck
০৪ জুন ২০১৬ দুপুর ০৩:৫৩
307818
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপু। কেমন আছেন? আপনি, আফ্রাম্নি, ঘুমাপুসহ অনেকেই ঘুমিয়ে কেন? আপনারা না থাকলে ব্লগ জমে বুঝি......???
০৪ জুন ২০১৬ বিকাল ০৪:৩৯
307820
বিবর্ন সন্ধা লিখেছেন :
وَعَلَيْكُمْ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه
আপুনি

আলহামদুলিল্লাহ্‌

পড়ে শেষ করলাম সব গুলো, অনেক ক্ষিদা লেগেছে, দুপুরে না খেয়ে ই পড়তে বসে গিয়েছিলাম, আছরের সময় ও হয়ে গেলো প্রায়।

লিখাগুলো পড়ে অনেক লাভ হলো আর কিছু ক্ষতি ও হলো, যা পোষ্ট করবো ভেবেছিলা, তাতে প্লাস - মাইনাস করে কতটুকু থাকবে, আল্লাহ ই ভালো জানেন, তবে মহান আল্লাহ যেন সকলের সাথে আমাকে ও কবুল করেন সেই আশা ই করি, আমিন।

জাঝাক আল্লাহ খাইরান
০৪ জুন ২০১৬ রাত ০৮:০৪
307842
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
আপনি সালাম দিলে আমি রানী হইনা, তবে রাজা হতে আপত্তি নেই।
হুম, হাইনজালা মহাইনজালা ওয়াক্ত পোস্টগুলো খুজেঁ ব্যাকুল হবে, তাই একসাথে লিংকগুলো দিলাম।
আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিক।
370957
০৪ জুন ২০১৬ বিকাল ০৪:০৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ স্বাগতম
০৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৬
307832
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সাবধান-আবার এসেছে গ্যাঞ্জাম খান..
০৪ জুন ২০১৬ রাত ০৮:০৫
307844
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার ভালো লাগা জেনে খুশি হলাম শান্ত সুবোধ বালক।
আপনাকেও ধন্যবাদ।
370963
০৪ জুন ২০১৬ বিকাল ০৪:৪৫
শেখের পোলা লিখেছেন : অনন্য। জাজাকাল্লাহ।
০৪ জুন ২০১৬ রাত ০৮:০৬
307845
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্।
আল্লাহ্ আপনাকেও উত্তম প্রতিদান দিক শেখ ভাই।
370966
০৪ জুন ২০১৬ বিকাল ০৫:১৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । এক কথায় অনবদ্ধ।
জাজাকাল্লাহ
০৪ জুন ২০১৬ রাত ০৮:০৭
307846
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
মিয়াজী সাহেব, আপনার মূল্যায়ন শুনে খুবই খুশি হলাম।
জাযাকাল্লাহু খাইর
370971
০৪ জুন ২০১৬ বিকাল ০৫:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৪ জুন ২০১৬ রাত ০৮:০৮
307847
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুনে প্রীত হলাম।
আপনাকেও অনেক ধন্যবাদ।
370974
০৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:১৩
কুয়েত থেকে লিখেছেন : অনেক ভালো লাগলো রমদান মাসের প্রস্তুতিদেখে আল্লাহ তায়ালাও খুশি হবেন যে আমার বান্দারা অনেক আনন্দের সাথে রমদানের জন্য তৈরী হচ্ছেন ঝাকজমক পূর্ণ আযোজন নিয়ে। ভালো থাকুন দোয়া তাকলো
০৪ জুন ২০১৬ রাত ০৮:১০
307848
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার ভালোলাগায় আমি আনন্দ পেয়েছি।
যথার্থই বলেছেন, আল্লাহ্ খুশি হবেন বলেই আমাদের বিশ্বাস।
আমার জন্য আপনার মঙ্গল কামনা আল্লাহ কবুল করুন।
১০
370976
০৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমরাও সবাই আপনার প্রতি সকৃতজ্ঞ। আশাকরি ২য় পর্ব স্মরণ করিয়ে দেবেন। ধন্যবাদ..
০৪ জুন ২০১৬ রাত ০৮:১২
307849
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্। জেনে খুবই খুশি হলাম হে প্রিয়।
ইনশাআল্লাহ। চেষ্টার ত্রুটি করবো না।
আপনাকেও ধন্যবাদ
১১
370995
০৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাশা আল্লাহ, গাজী ভাই সত্যিই অপুর্ব এক সংযোজন। আপনি সব পোষ্টের মুল কথাগুলো সংক্ষেপে এনেছেন। সুন্দর পরিচালনায় আপনার জুড়ি নেই। অনেক অনেক শুকরিয়া।

২১ জুন ২০১৬ সকাল ০৯:৩৬
309410
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
মূল্যায়ন শুনে প্রীত হলাম।
আমার চাইতে অনেকেই ভালো পারবেন, কিন্তু কেন জানি লোকজন করতে চায়না
জাযাকাল্লাহু খাইর
১২
371025
০৫ জুন ২০১৬ সকাল ০৯:০৬
হতভাগা লিখেছেন : ২৭-২৯/৩০ রমজান : মার্কেট ও শপিং মল গুলোতে এন্তার ভিড় । রাজকীয় পোশাকের সমারোহ । শপিং তখন হয়ে যায় রমজানের শেষ মুহূর্তের ইবাদত (!)।

এটা নিয়ে ব্লগার আপুদের অভিজ্ঞতার কথা জানতে চাই । কিভাবে উনারা এই কয়দিনের মহা (!) সওয়াব কামানোর জন্য নিজেদের তৈরি করেন ।
০৫ জুন ২০১৬ দুপুর ১২:৩১
307895
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরে মিঞা ধুর! কি যে কন আন্নে! এক্কেবারে শতভাগা'র মতোই কথা কইলেন আন্নে! মুই গেতকল্য এক আপু এবং হেতিনির হাফপেন্ট তুক্কু! হাজবেন্টে'র অনুরোধে হেতারগোরে সঙ্গ দেওনের লিগ্যা মার্কেটে গেছিলুম। ওমা! একি দেখলুমরে বাবা! মার্কেটের অলিগলিতে পর্যন্ত পা রাখনের এবং তিল ধারণের ঠাই পাচ্ছিলুমনে। আভীতক রমজান শুরু অইলো না, মাগার বেডিগো পদচারণায় মার্কেটে গ্যাঞ্জাম লাইগ্যা গেছে।
০৫ জুন ২০১৬ দুপুর ০২:৩৭
307901
হতভাগা লিখেছেন : কামলা খাটলেও লাভ আপনার হয়েছে ১৬ আনার উপর ৩২ আনা । এরকম অফার ভাগ্যবানেরাই পায় - তুম কিসমাত ওয়ালে হো ।
২১ জুন ২০১৬ সকাল ০৯:৪৩
309411
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগার আপুরা তো এখনো সাড়া দেয়নি!
২১ জুন ২০১৬ সকাল ১০:০৩
309412
হতভাগা লিখেছেন : উনারা জায়গামত সাড়া দেবেন (বসুন্ধরা শপিং মল বা যমুনা ফিয়চার পার্ক বা চাঁদনি চক/গাউসিয়া) । ২৭ রমযান থেকে সকাল ৯/১০ টায় বের হবেন , ফিরবেন ইফতারীর আরও পরে।
১৩
371087
০৫ জুন ২০১৬ বিকাল ০৪:৩১
সন্ধাতারা লিখেছেন : Wonderful news brother. I am really happy to know that, it's great. Plz do not worry. Almighty will give us a nice way to sort things out. Jajakallah.
২১ জুন ২০১৬ সকাল ১০:১৪
309413
গাজী সালাউদ্দিন লিখেছেন : উৎসাহ দেওয়ার জন্য শুকরিয়া।
১০ম পর্বের অনুবাদও গতকাল কমপ্লিট করে দিয়েছি।
আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিক আপা।
১৪
371133
০৬ জুন ২০১৬ সকাল ০৮:৩৯
আওণ রাহ'বার লিখেছেন : ব্লগে ইমান নিয়ে আসা যায়। কিন্তু ইমান চলে যেতে বেশি সময় লাগে না!
রাখেন এরপর আসলে আগে এডব্লক দিয়ে আসতে হবে।
২১ জুন ২০১৬ সকাল ১০:১৫
309414
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিকই বলেছেন।
উদ্ভট ছবিগুলো খুবই বিব্রতকর।
১৫
371186
০৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৫০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ছোট্ট ভাইয়া। রমাদ্বানের ব্লগ আয়োজনের সহোদর পরিচালকের একজন আপনাকে আন্তরিক অভিনন্দনের সাথে জানাচ্ছি অজস্র ফুলেল শুভেচ্ছা। আর মহান রবের নিটক আত্মীক প্রার্থনা তিনি যেন আপনার জন্যে মিলিয়ে দেন পৃথিবীতে জান্নাতের হুরের ন্যায় একজন পবিত্রা সহধর্মীনি। যে হবে উভয়-জাহানের সাথি। আর আ'ম জনতার অন্তরে রমাদ্বানে আমল করার উৎসাহ ঢেউ জাগানোর জন্য মহান আল্লাহ আপনার সকল গুনাহকে ক্ষমা করে ছলেহীনদের সাথে রাখুন। জাযাকুমুল্লাহ হে প্রিয় ভাইটি।
২১ জুন ২০১৬ সকাল ১০:১৭
309415
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
আপনার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত বুবু।
আমিন আমিন আমিন
আমিন আমিন আমিন
জাযাকাল্লাহু খাইর
১৬
371187
০৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৫৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রমাদ্বান আয়োজনের সকল উদ্দোক্তাদের। যাদের সরব উপস্থিতি এই আয়োজনকে করেছে প্রাণবন্ত। মানুষের অন্তরে জাগিয়েছে আমল করার স্পৃহা। মহান আল্লাহর দেয়া মগজ গলানো লেখা দিয়ে যারা জামাতবদ্ধ হয়েছেন নেকী বাড়ানোর কাজে, লেখক, পাঠক, পাঠিকা, বা অতিথি হয়েও যারা এই কাজের উৎসাহের কারন হয়েছেন, মহান আল্লাহ তাদের সকলের আমিও আমরা সহ সকলের সব গুনাহ ক্ষমা করে রমাদ্বানের ইবাদতকে কবুলিয়্যাত ইবাদত করার তৌফিক দিয়ে ইবাদত করিয়ে কবুল করুন। সকলের উপস্থিতিতে আগামি পর্বগুলোরও সুন্দর সমাপনী প্রত্যাশায়.........।
১৭
371397
০৮ জুন ২০১৬ দুপুর ০২:১১
ইরফান ভাই লিখেছেন : আমারও লিখতে ইচ্ছা করতেছে!! কেমনে লিখবে? কোন টপিক? একটি সাহায্য করবেন plz
০৮ জুন ২০১৬ দুপুর ০২:১৪
308168
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্রাদার আমার গতকালের পোস্ট থেকে যেকোনো একটা বিষয়ে লিখে ফেলুন
০৮ জুন ২০১৬ দুপুর ০২:৫৯
308181
ইরফান ভাই লিখেছেন : শেষের দিকে লিখতে পারব? সামনে একটি পরীক্ষা আছে।তাই...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File