একজন প্রেসিডেন্ট

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২০ জানুয়ারি, ২০২০, ০৫:৪৮:৪৩ বিকাল



"মৃত্যুর আগে (১৯৮০) প্রেসিডেন্ট জিয়া একদিন আমাকে বলেন,

আমি তো অবসরে যাবো। অবসরে যাওয়ার পর আমি কীভাবে বেঁচে থাকবো তার পরিকল্পনা করেছি। নোট লিখে রাখছি। আমি আমার আত্মজীবনী লিখবো।আমার মনে হয় লোকে আমার বই কিনবে। আর স্বাধীনতা যুদ্ধ সম্পর্কেও আরেকটি বই লিখবো।এছাড়া আমার একটা সাইকেল আছে। সাভারে আমার সাড়ে সাত কাঠা জমি আছে, পেনশন থেকে যে টাকা পাবো, সেই টাকা দিয়ে একটা বাড়ি করবো।"

কী ধরনের সৎ চিন্তা!

একটা দেশের প্রেসিডেন্ট একটা গাড়ি কেনার কথাও বলেননি। তিনি বলেছেন সাইকেলে চড়বেন, বই লিখে পেনশনের টাকা দিয়ে জীবনযাপন করবেন।

তথ্যসূত্র:- অর্থ মন্ত্রী এম সাইফুর রহমান ২০০৯ সালে মানে মৃত্যুর কিছুদিন আগে একটি বই লিখে যান । বইটির নাম ‘কিছু কথা কিছু স্মৃতি’ বই থেকে।

বিষয়: বিবিধ

৮৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File