৩টি সংবাদ ও মুসলমানদের অবস্থান।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৪ জানুয়ারি, ২০১৫, ১১:৪২:২১ সকাল

Click this link

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন ছাপাকে অবৈধ ও বেআইনি বলে ঘোষণা করেছে রাশিয়া। দেশটির গণমাধ্যম ও যোগাযোগ-বিষয়ক সংস্থা রোসকোমনাদজর মহানবির (সা.) কার্টুন ছাপানোর বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের কাজ দেশের আইন ও নৈতিকতার বিরুদ্ধে যাবে।

Click this link

ফ্রান্সের প্রায় অর্ধেক মানুষ মহানবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র বা কার্টুন ছাপার বিরোধী। গত রোববার এক জনমত জরিপে এ কথা বলা হয়েছে। -

http://www.weeklysonarbangla.net/news_details.php?newsid=16450

পোপ ফ্রান্সিস বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতারও একটা সীমা আছে। অন্যের ধর্মবিশ্বাসকে আপনি হেয় করতে পারেন না। অন্যের ধর্মবিশ্বাস নিয়ে আপনি মশকরা করতে পারেন না। কারও ধর্মবিশ্বাস নিয়ে ব্যঙ্গ করা মতপ্রকাশের স্বাধীনতা নয়। শ্রীলঙ্কা সফর শেষে ফিলিপাইনে যাওয়ার পথে এমন মন্তব্য করেন পোপ -

উপরের ৩টি খবর নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বের দাবী রাখে। মুসলমানদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ । কিন্তু আমাদের দেশের দিকে তাকালে এমন মনভাব কি সরকারের পক্ষ থেকে পাওয়া যায়? বরং যারা আল্লাহ, তাঁর রাসুল সাঃ, কুরআন, ইসলাম ও মুসলমান নিয়ে ব্যঙ্গ করে তাদেরকে পুরুস্ক্রিত করে। কিন্তু আল্লাহ, তাঁর রাসুল সাঃ, কুরআন, ইসলাম ও মুসলমান নিয়ে ব্যঙ্গ করার যেখানে কোন সুজগ নেই যা কাফের দুনিয়ার মানুষেরা উপলব্ধি করতে পারে আমাদের দেশের মুসলমান নামধারী সরকারি লোকেরা তা পারে না তাহলে কি তারা কাফের মুশরিকদের চেয়ে খারাপ নয়?

আমরা যারা সচেতন মুসলমান আছি দেশে তাঁদের উচিত এই নামধারী মুসল্মান্দেরকে বর্জন করা এবং তাঁদের বীরুদ্ধে যে অবরোধ ও প্রতিরোধ শুরু হয়েছে তাতে সামিল হয়ে ইসলামের বিরুদ্ধ এই অপশক্তিকে অপসারন করা। নইলে ইসলামের পক্ষে কথা বলতে ভবিষ্যতে সমস্যা আরও তীব্র হবে।

আল্লাহ আমাদের সহায় হউন। আমীন

বিষয়: বিবিধ

১৪৫৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301508
২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:১৬
আমি মুসাফির লিখেছেন : খ্যাতনামা পাশ্চাত্য দার্শনিক জর্জ বার্নার্ড শ বলেন, “মুহাম্মাদ (সা.)কে মানবজাতির ত্রাণকর্তা হিসাবে অভিহিত করাই মঙ্গল। আমি প্রগাঢ় বিশ্বাস ও প্রত্যয় পোষণ করি যে, মুহাম্মাদ (সা.)এর মত কোন মানুষ যদি বর্তমান জগতে মানবম-লীকে পরিচালিত করার জন্য নেতৃত্বের আসনে সমাসীন হন, তাহলে আজকের জটিল বিশ্ব সমস্যার সমাধান করে মানবম-লী যাতে সুখ-শান্তিতে বসবাস করতে পারে তার উপায় উদ্ভাবন করতে সক্ষম হতেন।” খ্যাতনামা পাশ্চাত্য দার্শনিক
২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:১৭
243902

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : দিন কাল যা পরেছে। ইহুদী-নাসারার সার্টিফিকেট বিক্রি করে নবী মোহাম্মদের শেষ রক্ষা হবে কিনা সন্দেহ। বিয়ে করেছেন ৪ গন্ডা।
২৪ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৯
243956
শেখের পোলা লিখেছেন : আপনার মত বুদ্ধিমতি পেলে হয়ত সংখ্যাটা ৪ গণ্ডা একটা হত৷
301510
২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৫
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপনাকে ৩টি গুরুত্বপূর্ণ খবর উপস্থাপন করার জন্য।
রাশিয়া বরাবরই সত্যের পথে ছিল বলে তাদের ধন্যবাদ ।গাজায় ইসরাইলি হামলার বিপক্ষে রাশিয়ার অবস্থান ছিল যা মানবিক ভাবেই প্রশংসার দাবীদার ।এছাড়াও ইরাকে মার্কিনি হামলার বিপক্ষ প্রতিবাদে রুশ ফেডারেশন ভূমিকা রেখেছিল ।বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিনরা বাংলাদেশের বিপক্ষে অবস্থান করলেও রাশিয়া মার্কিনদের থামিয়ে দেয় যা প্রশংসার দাবীদার ।এবং শেষ মহানবী সাঃ এর কার্টুন ছাপানোর বিপক্ষে রাশিয়ার অবস্থান জেনে ভাল লাগল ।কিন্তু দুঃখের বিষয় রাশিয়াতে ধর্মকর্ম তেমন একটা করতে দেয়া হয়না ।
কথিত আছে ,রাশিয়ান এক মেয়ে ঈশ্বর নেই এমন প্রামাণিক পরীক্ষা দিতে গিয়ে যখন পরীক্ষকের সামনে হাজির হয় তখন পরীক্ষক তাকে জিজ্ঞেস করে ,পৃথিবী ঈশ্বরহীন এমন ধারনা তুমি কোন যুক্তিতে বিশ্বাস কর ?
(এই পরীক্ষায় ঈশ্বরের অস্তিত্ব নেই এমন প্রমাণ করতে হয়)
যখন মেয়েটি উত্তর দিলো ,তখন পরীক্ষক তার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বল্ল ,তোমাকে ...তোমাকে A+ দিলাম !
মেয়েটি দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়েই বল্ল ,"ও ঈশ্বর তোমাকে ধন্যবাদ" ।
যাক রাশিয়ার ঈশ্বহীন চিন্তা ভাবনা না হয় বাদই দিলাম ,একটা ধর্মহীন রাষ্ট্র হওয়া সত্যেও তাদের এই মানবিক মন্তব্য ভাল লাগল ।
খৃষ্টান পোপের বিবৃতি yahoo news এ পড়েছিলাম ।
ফ্রান্সের অর্ধেক মানুষ যে এই কার্টুন ছাপানোর বিপক্ষে এটা অজানা ছিল ,জেনে ভাল লাগল ।
২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৯
243899
সজল আহমেদ লিখেছেন :
যাক রাশিয়ার ঈশ্বহীন চিন্তা ভাবনা না হয় বাদই দিলাম ,

দুঃখিত ঈশ্বর বানানটা ভুল হয়েছে ।
২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:১২
243901

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মুমিনারা বেকায়দায় পরলে সবাইকেই আল্লা ডাকে। তো, আপনার চেচেন ভাই/ব্রাদার'রা কেমন আছে?
২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:১৮
243903
সজল আহমেদ লিখেছেন : হাহাহা তারা বোধ হয় সুখেই আছে ।মুক্তিযুদ্ধের কন্যা/ফুলবানু/ফরিদা তুমি আজ কেমন ভাল তো নাকি ইউরোপ আমেরিকা কিংবা শার্লী হেবদোরের এসাইলাম না পাইয়া দিন খারাপ যাইতেছে?
২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৮
243910

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : এই নিন আর একখান কার্টুন। এই বার ধর্মানুবিতির ব্যাথায় চিক্কুর দেন।


২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২০
243916
সজল আহমেদ লিখেছেন : হাহাহা ।এসব আমার দেখার দরকার নাই আমার এসাইলামের প্রয়োজন নাই।যেহেতু তুমি ফ্রান্সে এসাইলাম পাওয়ার ধান্দায় আছো সেহেতু এই কার্টুন তুমিই দেইখা ঘুম হারাম কর ।
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
243938
আমি মুসাফির লিখেছেন : আপনার মন্তব্যে আমি অনুপ্রাণিত হলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ
301513
২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:০৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : সূত্র- সাপ্তাহিক সোনার বাংলা? ১০০ ভাগ বানোয়াট সন্দেহ নেই।

২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৫
243904
সজল আহমেদ লিখেছেন : হাহাহাহা।এরকম একটা কার্টুন পিক সারা ব্লগে ল্যাদাইয়া মহানবীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াইয়া মুমিনগো আরো দ্বীনদার বানাইনার জন্য তোমারে ধন্যবাদ ।বিশ্বাস কর কিনা জানিনা শার্লী হেবদোরে হামলার পর আমার মহানবীর প্রতি সম্মান আরো ৫গুন বেড়ে গেছে ।ওহো তোমার কাছে একটা কথা জিগামু কইরা চেষ্টায় আছি ,
শার্লী হেবদোরে ইহুদি ধর্মের নবী মোজেজকে নিয়া একটা কার্টুন ছাপা হইছিল ,তো সেই কার্টুন ছাপাইনার দায়ে এক বৃদ্ধ সাংবাদিকের চাকুরী গেছিল।
এই বিষয়ে তোমার মতামত কি ?
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
243941
আমি মুসাফির লিখেছেন : আপনার কাছে তো বানোয়াট লাগবেই। আপনারা সত্য সহ্য করতে পারেন না
301522
২৪ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২১
মোতাহারুল ইসলাম লিখেছেন : মুসলমানদের অবস্থান ঈমান বিহীন বিধায়, মুক্তিযুদ্ধের কন্যার মত নরকের কিটেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এর বিরুদ্ধে কটুক্তি করার সাহস পায়।

এদের ব্লক করুন, বর্জন করুন।
২৪ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৩
243926
আমি মুসাফির লিখেছেন : তারা বর্জিত তাই তারা এভাবে কুৎসা গেয়ে দিন পার করছে। এই বর্জ্য পদার্থরা সব সময় এমনি করতে থাকবে। তাই যত পারেন এড়িয়ে চলুন।
ধন্যবাদ
301537
২৪ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:১২
তৌহিদ লিখেছেন : জনগণের জন্য নিজেকে উৎসর্গ করার মাঝেই জীবনের স্বার্থকতা নিহিত অনেক ধন্যবাদ।
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
243939
আমি মুসাফির লিখেছেন : সত্য কথাটাই বলেছে আপনাকেও অশেষ ধন্যবাদ
301539
২৪ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:১৫
তৌহিদ লিখেছেন : ভালোকে গ্রহন কর আর মন্দকে ত্যাগ কর। এটাই উত্তম পন্হা মুক্তিযুদ্ধের কন্যা তো আর যুদ্ধ করেনি সে মুক্তিযুদ্ধ কি বুঝবে।
আর সে তো ইসলাম সম্পর্কে কিছুই জানে না তাই না বুঝে বকবক করছে তাকে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে।
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২২
243940
আমি মুসাফির লিখেছেন : এরা এমনি হয় এই সব আবল তাবল না বললে এদের ভাল লাগে না তাই এখানে সেখানে ঢু মেরে বেড়ায় আর কি। আর এইতেই মজা পায়। পাগলে জা বঝে আর কি।
ধন্যবাদ
301547
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২২
আমি মুসাফির লিখেছেন : এরা এমনি হয় এই সব আবল তাবল না বললে এদের ভাল লাগে না তাই এখানে সেখানে ঢু মেরে বেড়ায় আর কি। আর এইতেই মজা পায়। পাগলে জা বঝে আর কি।
ধন্যবাদ
301551
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
মোঃজুলফিকার আলী লিখেছেন : কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিভ্রান্ত সৃষ্টি করলেই মহান বনে যান না। গোবর দিয়ে উঠোন লেপনের মত প্রচেষ্টা। নিজের নাকে গন্ধ পান না (জাস্ট নিজের পাদের মতো)। এরপর তাদের ক্ষান্ত হওয়া উচিত। এ সুন্দর পোস্ট দাতাকে ধন্যবাদ।
২৫ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০০
244064
আমি মুসাফির লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদ সংবাদ ৩টি পড়ার জন্য।
301570
২৪ জানুয়ারি ২০১৫ রাত ১০:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
২৫ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৮
244062
আমি মুসাফির লিখেছেন : আপনার ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ
১০
301686
২৫ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:১১
হতভাগা লিখেছেন : সীমাহীন স্বাধীনতা বিশৃঙ্খলা ডেকে আনে আর বিশৃঙ্খল জাতি সহজেই পরাভূত হয়।

আপনার যথেষ্ট স্বাধীনতা কি আপনাকে ওবামার হোয়াইট হাউজে চলে যেতে দিবে বিনা বাধায় বা বেকিংহাম প্যালেসে রানী এলিজাবেথের বাড়িতে বা উইলিয়ামের ঘরে ?

সবকিছুতেই একটা লিমিট মেনে চলা উচিত ।
২৫ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০১
244066
আমি মুসাফির লিখেছেন : অবশ্যই লিমিট থাকবে এবং তা মেনে চলা উচিত।
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File