আওয়ামী লীগের পাগলা নেতাদের ৭৩ টি পাগলা উক্তি!!!

লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ৩১ আগস্ট, ২০১৪, ০২:৫৫:৩৯ রাত

সমাজে একটা প্রশ্ন আছে, "মানুষ আওয়ামী লীগ করলে পাগল হয়??? নাকি পাগলেরা আওয়ামী লীগ করে???" আসুন, হাম্বাদের ৭১টি পাগলা কথা শুনি।:-P

[১] "আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন"

- শেখ হাসিনা

[২] "আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে?”

- শেখ হাসিনা

[৩] "আবুল হোসেন বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক"

-শেখ হাসিনা

[৪] "শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব জুয়াড়ি।"

-আবু ল মাল আব্দুল মুহিত

[৫] "আপনারা কম খান কোন সমস্যা থাকবে না"

- ফারুক খান।

[৬] "একদিন বাজারে না গেলেই সবঠিক হয়ে যাবে”

-আবুল মাল আব্দুল মুহিত।

[৭] "সড়কে ঝুঁকি নেই সেটা আমি বলবো না, তবে কোনো সড়কই চলার অনুপযোগী অবস্থায় নেই''

- ছাত্রলীগ সভাপতি ও মন্ত্রী ওবায়দুল কাদের

[৮] গণতন্ত্র দিয়ে দেশের উন্নয়ন হয় না।

-হানিফ

[৯] ১৫ আগষ্ট কোন শিশুর জন্মদিন নেই"-

- জাহাঙ্গির কবির নানক

[১০] বাংলাদেশে আজ কোনও ফকির নাই ।

- হুইপ আব্দুস শহিদ

[১১] আমি সাংবাদিকদের ক্লাস নিতে চাঁই ।

- আবুল মাল

[১২] টাঙ্গাইলের প্রাচীন যৌনপল্লী যেসব

মাওলানা উচ্ছেদ করেছেন

তাদের সৌদি আরবের

আইনে শিরচ্ছেদ করা প্রয়োজন ।

- সমাজ(অ)কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী

[১৩] মঞ্চে বসে ঘুমাই না, চোখ বন্ধ

করে জনগণের কথা ভাবি ।

-সৈয়দ মহসীন আলী

[১৪] হযরত মুহাম্মদ পূজার জন্য মসজিদের অর্ধেক

জায়গা ছেঁড়ে দিয়েছিলেন ।

- শাহজাহান ওমর

[১৫] ধর্ম হচ্ছে নেশার মতই ভয়ঙ্কর ।

- লতিফ সিদ্দিকি

[১৬] কুৎসিত চেহারা ডাকতেই

মেয়েরা বোরকা পরে ।

- শওকত আলী

[১৭] বেঁচে থাকলে জাতির পিতা সাংবাদিক হতেন।

সাংবাদিক হওয়া জাতিরপিতার স্বপ্ন ছিল।

- শেখ হাসিনা

[১৮] আসমান জমিনে নামতে পারে,

জমিন আসমানে উঠিতে পারে,

তবু শেখ হাসিনার কথার নড়চড় হবে না ।

- সুরঞ্জিত

[১৯] এ বছর মা দূর্গা গজে চড়ে এসেছে,

তাই ফসল ফলন বেশী হয়েছে ।

- শেখ হাসিনা

[২০] শেখ হাছিনা ওলী আউলিয়ার পর্যায়ে চলে গেছেন। তিনি আল্লাহর জিন্দা ওলী।

-গুম বাবা শামীম ওসমান

[২১] আল্লামা মউদুদী কুরআনের

অপব্যাখ্যা করেছেন, কিন্তু

কোথায় করেছেন

সেটি আমি জানিনা ।

- ব্যারিষ্টার তানিয়া

[২২] ফিলিস্তিনের গাজায় ইহুদী হামলার সাথে বিএনপির যোগসূত্র আছে।

-সাবেক জঙ্গলমন্ত্রী হাসান মাহমুদ

[২৩] আওয়ামী লীগের ভুল হতেই

পারে,ফেরেস্তারও ভুল হয়।

- নাসিম

[২৪]শুধু আওয়ামিলীগের কর্মিরাই

রাসুলের উম্মত।

- মতিয়া চোধুরী

[২৫] হেফাজতে ইসলাম রানা প্লাজায় উদ্ধার কাজে অংশ নিয়েছে জঙ্গি তৎপরতা চালানোর জন্য।

-সাংবাদিক মুন্নী সাহা।

[২৬]বিএনপি জামাত-শিবিরের হরতালে কিছু উচ্ছৃঙ্খল

নেতা কর্মীরা রানা প্লাজার পিলার ধরে নাড়া চাড়ার

কারণে ভবন ধ্বসে পড়ে ।

-মখা আলমগীর

[২৭] This is বেয়াদবি, এক্কেবারে বেয়াদবি।

-আবুল মাল আবদুল মুহিত

[২৮] আবুল হোসেন বাংলাদেশের সবচেয়ে সৎ লোক।

-শেখ হাসিনা।

[২৯] আমি হিন্দু ও নই মুসলিম ও নই ।

- সৈয়দ আশরাফ

[৩০] বঙ্গবন্ধু মদ ও জুয়া হারাম করেছিলেন ।

- জুতা শাজাহান

[৩১] বিএনপি জামাতের কর্মীরা পিলার ধরে নারাচারা করায় রানা প্লাজা ধসে পরেছে ।

- মখা আলমগীর

[৩২] 3G বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ।

-সাহারা ৪৮

[৩৩] আমি বাংলাদেশের সফল স্বরাষ্ট্রমন্ত্রী।

-সাহারা খাতুন

[৩৪] আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের

যেকোনো সময়ের চেয়ে ভাল।

-সাহারা খাতুন

[৩৫] দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হল।

-স্বরাষ্ট্রমন্ত্রী ম.খা. আলমগীর।

[৩৬] কেয়ামত হলেও নির্বাচন হবে ।

- নাসিম

[৩৭] আমার কাছে তথ্য আছে আওয়ামীলীগ আবার

ক্ষমতায় আসবে।

-জয়

[৩৮] ৪ হাজার কোটি টাকা বেশী কিছু না ।

- টাল মাল

[৩৯] আমরা জিয়াকে মুক্তিযোদ্ধা মানিনা ।

- হানিফ

[৪০] যদি খাদ্যঘাটতি মেটাতে চান,

তবে একবেলা কম খান ।

- সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক

খান

[৪১] যদি খাদ্য দ্রব্যের দাম বেশি হলে সাপ্তাহে এক দিন

বাজারে কম যান ।

- টাল মাল

[৪২] কারো বেডরুম পাহারা দেওয়া সরকারের

দায়িত্ব নয়।

-শেখ হাসিনা

[৪৩] সীমান্ত হত্যা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়।

-সাধারন সম্পাদক আশরাফ

[৪৪] রাস্তায় গরু ছাগল চিনলেই

ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে।

-নৌমন্ত্রী শাহজাহান

[৪৫] পুলিশ থেকে দূরে থেকে খবর সংগ্রহ করুন।

-টুকু

[৪৬] আসুন উলুধ্বনি দিয়ে ভগবান

শ্রীকৃষ্ণকে আহ্বান

করি (১৮/০৮/২০১৪)

- সমাজকল্যাণমন্ত্রী মহসীন

[৪৭] আমি একজন জ্ঞানী-গুণী এবং মন্ত্রী

হিসেবে পদার্পণ করেছি যখন,

এমাটি অটোমেটিক্যালি

পবিত্র হবে এবং এখানে যাই

চাইবে তাই হবে।

(শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি)

- সমাজকল্যাণমন্ত্রী মহসীন

[৪৮] সাংবাদিকতার লাইসেন্স

পাইছেন কিন্তু লেখার শক্তি নাই।

-সমাজকল্যাণমন্ত্রী মহসীন

[৪৯] বঙ্গবন্ধু একজন খাঁটি পরেজগার

মুসলমান ছিলেন।

- ইনু

[৫০] আমি বঙ্গবন্ধুর সাথে বসেও

একসাথে ধুমপান ও সরাপ পান করেছি।

-বিড়িমন্ত্রী বেহায়া মহসিন আলী

[৫১] চোর-বাটপারদের সঙ্গে কিসেরবৈঠক?

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা (আমেরিকায় বিরোধী দলের

সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়ে।)

[৫২] "আ. লীগ ছাড়া বাকিরা শুধু

লুট করে",

"আওয়ামী লীগ এলে দেশের

মানুষ কিছু পায়,

বাকিরা লুটে নেয়, পাচার

করে।"

- প্রধানমন্ত্রী শেখহাসিনা

[৫৩] "ইসলাম ধর্ম নিরাপদ ছিল বঙ্গবন্ধুর কাছে;

আর এখন নিরাপদ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ

হাসিনার কাছে; আর কারও কাছে ইসলাম

ধর্ম নিরাপদ নয়।"

........স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী টুকু।

[৫৪] "দেশের মানুষ এখন ৪বেলা খাচ্ছে।"

.............. শেখ হাসিনা

[৫৫] জিনিস-পত্রের দাম

বাড়লেওসমস্যা নেই,

মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে

----- আবুল মাল

[৫৬] সরকারের উচিৎ

মাঝে মাঝেই কারেন্ট বন্ধ রাখা, তাহলেই

জনগন বুঝবে আমরা কি করেছি।

... শেখহাসিনা

[৫৭] প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভারো ফাইভ পাস

-নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান

[৫৮] "পেঁয়াজ না খেলে কি হয়?”

- বানিজ্য মন্ত্রী ফারুকখান

[৫৯] "আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল

দেশে শান্তি থাকে। আর এখন কৃষক কে আর সার

খুজতে হয়না, সারই কৃষক কে খুঁজে"

- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

[৬০] "আমার বেয়াই রাজাকার

হলেও যুদ্ধাপরাধী নয়..."

-শেখ হাসিনা।

[৬১]"বঙ্গবন্ধু জন্মের

সাথে সাথেইনা কেঁদে জয়বাং লা বলে উঠেছেন"

-স্বরাষ্ট্র পতিমন্ত্রী টুকু।

[৬২] "শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে দেখা করেননি কোনো দিনও"

- পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি।

[৬৩]"আমার নেত্রী জীবনে কখনো কোন দিন মিথ্যা কথা বলেননি"

- জিল্লুররহমান।

[৬৪] "সারাদিন মেকাপ

নিয়ে ব্যস্তথাকলে দিন বদল

দেখবে কেমনে? -

মতিয়া চৌধুরী খালেদা জিয়াকে উদ্দেশ্য

করে

[৬৫] "দেশের পরিস্থিতি যে কোনসময়ের

চেয়ে ভালো”

-সাহারা খাতুন।

[৬৬] "বাসা বাড়িতে গ্যাস

সরবরাহ বন্ধ করা উচিত"

- আবুল মাল আব্দুল মুহিত।

[৬৭] সপ্তাহে একদিন

কমবাজারে যাবেন

-অর্থমন্ত্রী আবুলমাল আবদুল

মুহিত

[৬৮] সব রাবিশ...............

-আবুল মাল

[৬৯] খবিশ....

-মহসীন আলী

[৭০] রবীন্দ্রনাথ ঠাকুর বাবা-মার ৯ম সন্তান,

আমি ও বাবা-মার ৯ম সন্তান

-স্বাস্থ্যপ্রতিমন্ত্রী মুজিবুল হক ফকির

[৭১] একজন মজুর দৈনিক ৬০০-৭০০ টাকা উপার্জন করে।

-শেখ হাসিনা

[৭২] "মগবাজারের ৩ খুন ও ফারুকি হত্যা ঘটনা স্বাভাবিক অনেক উন্নত দেশেই এমনটা হয়েই থাকে।"

-হানিফ

[৭৩] "মগবাজারের ঘটনা একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা।"

- স্বরাস্ট্র প্রতিমন্ত্রি আসাদুজ্জামান কামাল

(আরো জানা থাকলে কমেন্ট করুন)

বিষয়: বিবিধ

৩৪৬৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259867
৩১ আগস্ট ২০১৪ রাত ০৩:৩৩
তহুরা লিখেছেন :
259868
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:০৩
শেখের পোলা লিখেছেন : এগুলো খনার বচনের চাইতেও দামী৷ গুরু বচন৷
259875
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:২৪
কাহাফ লিখেছেন : কথার মাধ্যমেই ওদের পরিচয় ফুটে উঠেছে, ওরা পাগল/মাতাল। অনেক ধন্যবাদ .........
259881
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:৪৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
259910
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৬
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগকে ২০০৮ এ ২৬০+ আসন দিয়ে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের কি বলা যায় ?
260004
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৪
কাউসার আরিফ লিখেছেন : পিলাচ
260047
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সংগ্রহের রাখার মত অমুল্য বানির সংকলন এর জন্য আপনাকে অশেষ...... ধন্যাপাতা!!!
260093
৩১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২০
লাল সবুজ লিখেছেন : বিশ্ব সেরা পাগল সরকার,আমার দেশের সরকার।
260118
৩১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
কাউসার আরিফ লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File