ছাত্রলীগের ছেলেরা "বাচ্চা", ওরা হামলা করতে পারে না: ড. জাফর ইকবাল

লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ১১ অক্টোবর, ২০১৯, ১০:৪০:০৮ রাত

স্যার,

৩০শে আগস্ট, ২০১৫, রোববার, সকাল ৮টা বেজে ১৫ মিনিট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রলীগ কর্তৃক লাঞ্চিত এবং হামলার শিকার হন আপনি, আপনার স্ত্রী এবং আরও আট দশজন শিক্ষক। গলা ধাক্কা দিয়ে সেখান থেকে আপনাদের সরিয়ে দেয়ার চেষ্টা করেছিল ছাত্রলীগ। এক ছাত্রলীগ কর্মীকে একজন শিক্ষককে লাথি মারতেও দেখা যায়। হামলার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খানকে হাত বিশেক দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সিনিয়র সহসভাপতি আবু সাঈদ, সহ সভাপতি অঞ্জন রায় ও সিনিয়র যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম সবুজকে হামলায় অংশ নিতে দেখা যায়। তাদের সঙ্গে আরও দেখা যায় কর্মী ধনী রাম রায়, আব্দুল বাতেন তন্ময়, আরিফুর রহমান রনি, আব্দুস সালাম মঞ্জু, কামরুল ইসলাম, জুয়েল, আরিফুর রহমান কেনেডি, ফয়সাল আহমদ, তমাল ও জাহিদকে।

সেদিন বৃষ্টিতে ভিজে ক্ষোভ প্রকাশ করেছিলেন আপনি। কিন্তু তার ঠিক দু তিনদিন পর, সম্ভবত সেপ্টেম্বরের ২ তারিখ বুধবার শাবি ক্যাম্পাসে সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় আপনি ছাত্রলীগের ছেলেদেরকে 'বাচ্চা ছেলে' উল্লেখ করে তাদের বহিষ্কার করায় দুঃখ পেয়েছেন বলে জানান। আপনার দাবি, এই ‘বাচ্চা ছেলেদের ব্যবহার করা হয়েছে। হামলার ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীর শাস্তি দেয়ায় কষ্ট পেয়েছেন জানিয়ে আপনি বলেছেন, “শিক্ষকদের উপর কে হামলা করেছে? ছাত্রলীগের ছেলেরা? না। এরাতো ছাত্র, আমাদের ছাত্র। এত কমবয়সী ছেলে, এরা কি বুঝে? ওদেরকে আপনি যা-ই বোঝাবেন, তাই বুঝবে। কাজেই আমি যখন দেখলাম যে তিনজনকে বহিষ্কার করা হয়েছে-আর চারজনকে বাহিষ্কার করা হয়েছে, এখন আমার লিটারালি(আক্ষরিক অর্থে) ওদের জন্য মায়া লাগছে। আহা বেচারা!"

এই বেচেরারা, এই বাচ্চা ছেলেরাই আজ আবরারকে ঠান্ডা মাথায় খুন করেছে। এই বাচ্চারাই গত ১০ বছরে ২৪ টি হত্যাকাণ্ডের জন্য দায়ী। দানব চিনতে বড় দেরী করা ফেলেছেন স্যার। এই দানবরা যখন মায়ের পেটে বড় হচ্ছিল, তখন আপনি ফিল্টার দিয়ে রাজাকার খুঁজতে ব্যস্ত ছিলেন। কখনও কি নিজেকে প্রশ্ন করেছেন, এই দানবগুলোর জন্মদাতা পিতা কে বা কারা? এই দানবগুলোকে কে বা কারা লালন পালন করে বড় করেছে? কারা আশ্রয় দিয়েছে এই দানবগুলোকে? কারা এদের দানবীয় কর্মকান্ডগুলোকে যত্নের সাথে মেনে নিয়েছে? নিশ্চয়ই এসব তালিকাগুলোতে নিজের নামটাও খুঁজে পাবেন।

আবরারকে শিবির ট্যাগ মারা হচ্ছে প্রশাসন থেকে। দেশপ্রেমের সকল ঠিকা আপনারাই নিয়ে নিয়েছেন। আর কেউ বুঝি দেশপ্রেমিক হতে পারবে না। গান্ধী বৃটিশদের তাড়িয়ে দিয়েছিলেন ভারতবর্ষ থেকে। তাই বলে ভারতবর্ষ গান্ধী পরিবারের বা কংগ্রেসের হয়ে যায়নি। ইংল্যান্ডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন চার্চিল। তাই বলে ইংল্যান্ড চার্চিল পরিবার, কনজারভেটিভ অথবা লিবারেল পার্টির হয়ে যায়নি। দেশপ্রেমের অধিকার সবার আছে, দেশের স্বার্থ নিয়ে কথা বলার অধিকার সবার আছে।

আপনাকে ধন্যবাদ শেষ পর্যন্ত দানব চিনে ফেলার জন্য। চিনে যখন ফেলেছেনই, আশা করি এই সমস্ত দানবদের বিরুদ্ধে আপনার কয়েকটি কলাম দেখতে পাবো। বেশ কয়েক বছর থেকে "তোমরা যারা ছাত্রলীগ করো" শিরোনামের একটি কলামের অপেক্ষায় আছি।

নিউজ লিংকঃ

১. https://m.priyo.com/articles/%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E2%80%98%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BE%E2%80%99-%E0%A6%93%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93

২. https://www.google.com/amp/s/m.bdnews24.com/amp/bn/detail/bangladesh/1019355

বিষয়: বিবিধ

৮৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386748
১২ অক্টোবর ২০১৯ সকাল ০৯:১৫
হতভাগা লিখেছেন : ঐ সময়ে স্যার বৃষ্টিতে ভিজে কান্না লুকানোর নাটক করেছিলেন। কিছু চাম্চা টাইপ শিক্ষক উনার সামনে ছাতা নিয়ে দাঁড়িয়ে থেকে নিজেরাও নাটকে অংশ নিতে চেয়েছিলেন।

এরকম নাটক উনি মুক্তিযুদ্ধের সময়ও করেছিলেন। নিজের বর্ণনায় তিনি বলেছিলেন যে - একেবারে শেষের দিকে এসে তিনি যুদ্ধে যাবার জন্য লেফট রাইট শুরু করে দিয়েছিলেন। কিন্তু ততক্ষনে যুদ্ধ শেষ হয়ে গেছে।

এই জাফর ইকবালরা দেশের সবচেয়ে বড় হিপোক্রিটদের অন্যতম। যুদ্ধে না গিয়েও তারা মুক্তিযুদ্ধের। তাদের এই লুকিয়ে থাকা কিংবা পলায়ন মানসিকতার চেতনাগিরি ফেরির জন্য নতুন প্রজন্ম ভাল কিছুই শিখতে পারে না।

মূলত এদের লাই পেয়েই ছাত্রলীগ আজ একটা গালির নাম হয়ে গেছে।
১২ অক্টোবর ২০১৯ বিকাল ০৪:৪১
318426
সাদাসিধে ঝুলিওয়ালা লিখেছেন : লেফট রাইট করতে করতে জীবনটাই চলে গেল উনার
386752
১৫ অক্টোবর ২০১৯ সকাল ০৭:৩৩
টাংসু ফকীর লিখেছেন : এই জাফর ষাড় একটা গাই গরু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File