হয়তো এখন তিনি লিখতেন!

লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২৫ মে, ২০১৮, ০৩:১৬:১৭ দুপুর



চল চল চল, উর্দ্ধ মহলে

চোরের দল,

খাটিয়ে প্রভাব খাটিয়ে বল দেশের

১২টা বাজিয়ে চল | চলরে চলরে চল, চল

চল চল ।

.

দেশের কপালে হানি আঘাত

জনতা খাবে পান্তা ভাত

আখের গোছায় নেতার হাত

দেশ সেবাতে ছল;

চলরে চলরে চল, চল চল চল।

.

গরিবের লাগি গাহিয়া গান

দেশ বানাবো মহা শ্মশান

দেশ করিব তলাহীন ; তারপরও

চলরে চলরে চল, চল চল চল।

.

বুবুরা এখন বিড়াল পোষে, যাকে খুশি

তাকেই দোষে, তাকেই মারে।

থলের বিড়াল বেড়িয়ে গেলে উপায়

কি আর বল;

চলরে চলরে চল, চল চল চল।

.

সূর্যের চেয়ে বালি গরম, ইহাই সত্য ইহাই

পরম

খালি পায়ে বালির উপর

আম জনতার ঢল;

চলরে চলরে চল, চল চল

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385413
২৫ মে ২০১৮ সন্ধ্যা ০৬:০০
কুয়েত থেকে লিখেছেন : জনতা আর কত চলবে চলতে চলতে সব শেষ তারপরেও চলার নেই শেষ। চোরেরা চলতে চলতে হয়েছে ডাকাত। ডাকাতরাই আজ দেশের করেছে সব কিছুই শেষ খাটিয়ে প্রভাব খাটিয়ে বল দেশের বারোটা বাজিয়ে চল চলরে চলরে চল। ভালো লাগলো আপনাকে ধন্যবাদ
২৭ মে ২০১৮ দুপুর ০৩:২৬
317728
ডব্লিওজামান লিখেছেন : ভালোবাসায় আপনি..
385414
২৫ মে ২০১৮ সন্ধ্যা ০৭:০৯
শেখের পোলা লিখেছেন : সত্যই হয়ত তিনি এমনই লিখতেন।ধন্যবাদ।
২৭ মে ২০১৮ দুপুর ০৩:২৬
317727
ডব্লিওজামান লিখেছেন : হাহ হা......
385420
২৬ মে ২০১৮ সকাল ০৭:৩৭
হতভাগা লিখেছেন : কবি নজরুল ছাত্রদল করতেন
২৭ মে ২০১৮ দুপুর ০৩:২৩
317726
ডব্লিওজামান লিখেছেন : রবীন্দ্রনাথ, নজরুল দু জনই কিন্তু ছিলেন বিএনপি পন্থী।
নজরুল তো খোলাখুলি বলেছেন, আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল।
আর রবীন্দ্রনাথ এমন একটা উপন্যাস লিখলেন, নাম—'নৌকাডুবি।'
২৭ মে ২০১৮ সন্ধ্যা ০৭:০০
317730
শেখের পোলা লিখেছেন : রবীন্দ্র নাথ মনে মনে লীগও করতেন, তাই সোনার নৌকা বানিয়ে ছিলেন। 'সোনার তরী'
385442
৩১ মে ২০১৮ সকাল ০৯:২৯
ডব্লিওজামান লিখেছেন : নামটাই সোনার তরী! ভিতরে শুধুই কয়লা পোড়ার গন্ধ..... দাদা শেখের পোলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File