রম্য রচনা যম’তা ১

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৮ মার্চ, ২০১৯, ০৬:৫৪:৪৫ সন্ধ্যা

এই রচনার চরিত্রগুল সম্পূন কাল্পনিক। জীবিত বা মৃত কারো সাথে কোন সম্পর্ক নেই। এই রচনার প্রধান চরিত্রের নাম Action মোদী। Action শব্দটি তার বাপের দেওয়া নামের সাথে ছিল না কিন্ত সে খামখা কোন কারন ছাড়াই পুনঃ পুনঃ Action এ চলে যাওয়ায় Action শব্দটি তার নামের সাথে যোগ হয়ে যায়। যেমন ধরুন বিয়ের পর সে খামখা তার বউের সাথে Action যাওয়ার পর Re-action ঘটে সম্পর্কটা খতম হয়ে যায়। একা হয়ে যাওয়ার পর সে প্রচণ্ড ভাবে ধার্মিক হয়ে পরে। তার মাথায় এসে ভর করে কিভাবে ভারতবর্ষে জামরাজত্ব কায়েম করা যায়। একদিন এক দুষ্ট জিন তার মাথায় ভর করে বলে, “Action মোদী জী, আপ মুলকে জাম কায়েম করনে চাহে তো খামখা ১০০১ জনকে জ্বালাকে খাক কর দেও। Action মোদী এই কথা শুনতেই যা দেরী “Action যেতে কোন দেরী হয়নি। দেরী করনে কা কই ছওয়াল-ই পয়দা হোতা নেহি, বলে খামখা ১০০১ জনকে ট্রেনের মধ্যে আটকে জ্বালিয়ে খতম করে দেয়। তার এই কাজের জন্য তাকে অনেক মাসুল গুনতে হলেও, একদিন সে সত্যি সত্যি ভারতবর্ষের উজীরে আযম হয়ে যায়।

এই রচনার আরেটি চরিত্র হল সত্য রাম রহিম। সে Action মোদীর একনিষ্ঠ ভক্ত। এই সত্য রাম একবার নেপালের কৈলাশ পর্বত যেয়ে শিবা নামের এক অদ্ভুত গুরুর সাক্ষাৎ পায়। গুরু শিবা তখন সত্য রামকে বলল, “তেরা গুরু Action মোদী ডুবেংগা মরেংগা।” সত্য রাম ঘাবড়ে গিয়ে বলল, গুরু জী Action মোদী জী কিয়া কিয়া। গুরু জী যা বলল, তা সংক্ষিপ্ত সার হ’ল, বাংলাদেশের জালিম শাসকের লোকেরা এসে তার ভক্ত এক পরিবারের উপর জুমুম নির্যাতন করে তাদেরকে দুনিয়া ছাড়া করেছে এবং তাদের জায়গা জমি দখলে নিয়েছে। কিন্ত Action মোদী এবং তার লোকেরা এই জালিম শাহ্‌কে কিছু না বলে বরং সমর্থন করে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। এই জন্য Action মোদীকে চরম মুল্য দিতে হবে। সত্য রাম নিঃস্বার্থ ভাবে গুরু শিবাজীর অনেক সেবা যত্ন করার পর শীবাজী তার উপর খুশী হয়ে বলল, রামজী আপ আখী বন্ধ করকে মেরা বাত শুনিয়ে। আপ ঘাবরায় মাত লমহে লমহে মেয়নে আপকা পাছ আওংগা আপকে সঠিক পথ বাতাং গা, ও (Action মোদী) শুনেং গা তো বাচ যায়েং গা। সত্য রাম চোখ খুলে তাকিয়ে দেখে কেউ নেই। ভয়ে সে কাঁপতে থাকে এবং পর দিন সে সোজা নেপাল থেকে ভারতে চলে আসে।

চলবে----

বিষয়: বিবিধ

৬০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File