ফিতরা সংক্রান্ত একটি প্রস্তাবনা

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৮ জুন, ২০১৬, ০৩:০৮:৩৯ দুপুর



যদিও সরকারি ভাবে সর্বনিন্ম ফিতরার পরিমান ৬৫ টাকা নির্ধারন করা হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে এই টাকায় একজন এর একবেলা ভাল খাবার এর ব্যবস্থা পুরাপুরি সম্ভব নয়। আমি ফিতরার পরিমান ১০০ টাকা ধরে একটি পরিকল্পনা পেশ করছি। এটা জায়েজ হবে কিনা এই বিষয়ে মতামত চাই।

২৫০ গ্রাম উন্নতমানের চাল- ২৫ টাকা।

২৫০ গ্রাম চিনি- ১৫ টাকা।

১০০ মিলি লিটার তেল- ১২ টাকা।

মশলা-১০ টাকা।

শুকনো ফল(খেজুর,বাদাম ইত্যাদি)-১৫ টাকার।

বোতল জাতিয় পানিয় কিংবা পানিয় বানানর উপকরন-১৫ টাকা

প্যাকিং খরচ-৮ টাকা।

এভাবে চাল এর বদলে অন্যকিছুর ও প্যাক বানান যায়। তবে এমনভাবে বানাতে হবে এই কাঁচামালগুলি রান্নার জন্য পানি ও আগুন ছাড়া আর অধিক কিছুর যেন প্রয়োজন না হয়।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373397
২৮ জুন ২০১৬ দুপুর ০৩:২০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ভাল প্রস্তাব। কিন্তু মাসয়ালাগত কোন বাধা আছে কি এভাবে দিতে? যতদূর জানি, গম যব খেজুর অথবা সমমূল্যের অর্থ দিয়ে ফিতরা আদায় করতে হয়।
২৮ জুন ২০১৬ দুপুর ০৩:২৬
309945
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমারও প্রশ্ন এটাই। এভাবে দেওয়া যাবে কিনা।
373401
২৮ জুন ২০১৬ বিকাল ০৪:০৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : সর্ব নিম্ম ৬৫ টাকা হলেও সর্বোচ্চ সম্ভবত ১৬০০ টাকার উপরে। সুতরাং আপনি সর্বোচ্চটাই দিন
২৮ জুন ২০১৬ রাত ০৯:২০
309971
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই পরিমান হলে তো ভাই আমি নিব!!! আমাকে দিন!!!Crying Crying Crying Crying
373405
২৮ জুন ২০১৬ বিকাল ০৪:৪০
নাবিক লিখেছেন : আমাদের ফ্যামেলী মেম্বার চার জন, সে হিসাবে ফিতরা আসে ২২০ টাকা। কিন্তু আমার এই পর্যন্ত প্রায় ৫০০ টাকার উপরে ফিতরা দিয়ে ফেলছি।

ঈদের আগ পর্যন্তই গরীব-মিসকিনরা বাসায় আসতে থাকে, কাউকেই ফিরিয়ে দিতে ইচ্ছে করেনা। এটা যার যার মনের ব্যপার।

আপনার প্রস্তাবটা বেশ ভালো।
২৮ জুন ২০১৬ রাত ০৯:২১
309972
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফিতরার অধিক যদি আদায় করেন সেটা সাদকাহ হবে। এতে কোন সমস্যা নাই। কিন্তু সাদকাহ আপনার নিজস্ব বিষয় ফিতরা ওয়াজিব বিষয়।
373406
২৮ জুন ২০১৬ বিকাল ০৪:৪৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এভাবেই প্রত্যেকের চিন্তা করা দরকার!
২৮ জুন ২০১৬ রাত ০৯:২১
309973
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ। কিন্তু এটা কি জায়েজ কিনা সেই প্রশ্নের জবাব পেলাম না।
373423
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
হতভাগা লিখেছেন : টাকা দিয়ে দেওয়াটাই বেটার মনে হয় । নিজের মত করে কিনে নেবে ।
২৮ জুন ২০১৬ রাত ০৯:২২
309974
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেটা ও ভাল। তবে অনেক ক্ষেত্রে টাকার অপব্যবহার হয়।
২৮ জুন ২০১৬ রাত ০৯:২৬
309977
হতভাগা লিখেছেন : ১৯৯০ এর ক্বুরবানী ঈদের ঘটনা । গরীবরা যেসব মাংশ পায় সেগুলো বিশাল লাইনে রেখেছে ভাগ ভাগ করে বিক্রি করার জন্য । আপনি তাদেরকে কি সেন্সে দিয়েছিলেন ?
373425
২৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : প্রস্তাবনা ভালো তবে টাকা দিলেই মনে হয় এদের জন্য ভালো!!
২৮ জুন ২০১৬ রাত ০৯:২৩
309975
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ। আসলে নগদ টাকা অনেকে ভুলভাবে ব্যবহার করে। যাদের অবস্থা সম্পর্কে আপনি জ্ঞাত আছেন তাদের জন্য এমন ব্যবস্থাই সংগত বলে মনে হয়। যেটা তার অভাব সেটাই পুরন করা জরুরি।
373429
২৮ জুন ২০১৬ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : উন্নত প্রস্তাব। উদ্দেশ্য একটাই গরীবকে সাহায্য করা। এটা নিম্মতম। জাকাত ফেতরা সবটাই এমন যে যদি অন্য সাহায্য অর্থাৎ প্রতিবেশী যেন অনাহারে না থাকে, তোমার সম্পদে আত্মীয়ের হক আছে, যা কিছু আল্লাহ দিয়েছেন তা থেকে অন্যের জন্য খরচ কর,এ যদি মানতে না পার তাহলে অন্ততঃ জাকাত ফেরাটা দাও৷ আসুন না আমরা এ বেড়ার বাইরে যাবার চেষ্টা করি।পরিবেশে স্বাচ্ছন্দ গড়ে তুলি।
২৮ জুন ২০১৬ রাত ০৯:২৪
309976
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিক্ষনিয় মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
জাকাত মানুষের অধিকার আর দানকারির জন্য বোঝা। অথচ আমরা এখন এর মুল উদ্দেশ্যটাই ভুল বুজছি।
373510
২৯ জুন ২০১৬ বিকাল ০৪:৩৩
আবু জান্নাত লিখেছেন : সাদাক্বাহ এমন ভাবে দেওয়া উচিৎ যার দ্বারা গরীবের বেশী উপকার হয়। অবস্থা ভেধে কারো টাকার প্রয়োজন বেশী। কারো কাপড়ের প্রয়োজন, কারো ওষুধ, কারো খাবারের। তাই বিবেচনা করে গরীবের উপকারের কথা মাথায় রেখে দিলেই ভালো।

২৯ জুন ২০১৬ রাত ১০:৩৬
310019
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য। আমি এটাই বলতে চেয়েছিলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File