ভণ্ডামি আর কত????
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৮ নভেম্বর, ২০১৯, ০২:৫২:৩৫ দুপুর
যখন শেখ হাসিনার সরকার ক্যাসিনো বিরোধী কিংবা ছাত্রলীগের গুণ্ডামী বিরোধী অভিযান শুরু করেছিল তখনই আমি লিখেছিলাম 'শেখ হাসিনার এই অভিযান 'ভণ্ডামি ' ছাড়া আর কিছুই না। জাবি ভিসির দূর্নীতির পক্ষে অবস্থান করায় সেটা এখন দিনের আলোর মতোই পরিস্কার হলো। শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের দূর্নীতি মুক্ত হবে এই আশা যারা করে তাদেরকে আমার 'বুদ্ধি প্রতিবন্ধী ' মনে হয়। আমি বিশ্বাস করি যারা অন্যায় আর চুরি কিংবা ডাকাতির মাধ্যমে জীবনকে শয়তানের দেখানো পথে উপভোগ করতে চায় তারা ছাড়া কোনো বিবেকবান মানুষ কিছুতেই এই মহিলাকে দেশের জন্য কিংবা একটি সুন্দর জাতির জন্য কল্যাণকর মনে করতে পারেনা। ওনার যাবতীয় ভালো কাজই আমার কাছে 'দুরভিসন্ধি ' মূলক মনে হয়।
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন