বহুদিন বেঁচে থাকো মা

লিখেছেন লিখেছেন কাজী যুবাইর মাহমুদ ১৭ মে, ২০১৪, ১০:৫৫:৫২ রাত

আমার আম্মা আমাদের অনেক প্রিয় একজন বন্ধু

আমাদের পাড়া-পড়শিরা আম্মাকে ‘মুজাহিদা’ নামে উপাধী দিয়েছেন

একদিন মামাকে জিজ্ঞেস করলাম-

মামা, আম্মাকে মানুষ ‘মুজাহিদা’ কেন বলেন?

মামা বললেন, তোমার আম্মা মূর্খ মানুষ, তোমার আব্বাও অশিক্ষিত

তোমাদের আশেপাশের সব অশিক্ষিত সন্তানের ভীড়ে

তোমার আম্মা বহু ত্যাগ সাধনায় তোমাদের পাঠিয়েছিলেন দূর-দূরান্তের আবাসিক মাদরাসায়।

তোমাদের কত জ্বালাতন, কত তিক্তাগুনের সবটা সয়ে

তোমাদের মানুষ করতে চেয়েছেন, আজকাল তোমাদেরকে অনেকেই ‘মানুষ’ বলে

তোমরা তোমাদের মায়ের জন্য আজ মানুষ।

আম্মা খুব পরহেজগার, তাঁর চেহারায় একবার তাকালেই

নিষ্পাপ অবয়ব ভেসে আসে মুখে

আম্মা সবসময় একটা কথা এখনও বলেন-

শোনো, তোমরা যা-ই করো, যত সুনাম কামাও

তোমাদের নামায যেন কখনও ছুটে না যায়।

আম্মার কথা মনে হলেই

আমি আমার যাবতীয় পাপ থেকে বেরিয়ে আসতে পারি

এখনও বেঁচে আছেন তিনি

জীবনের কাঁটাতারে ফেসে গিয়ে আজকাল কত দূর, বহুদূর...

বহুদূর পড়ে আছি, আম্মাকে দেখি না বহুদিন।

বৃদ্ধ হয়ে যাচ্ছেন দিন দিন

তবু ভাবতে পারি না এ জীবন ফুরানোর আগে মাকে হারাবো

কখনও মা হারানোর যাতনা ভুগতে চাই না।

বহুদিন বেঁচে থাকো মা, বহুদিন বেঁচে থাকো মা

বিষয়: সাহিত্য

১১৭৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222836
১৭ মে ২০১৪ রাত ১১:১৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : বহুদিন বেঁচে থাকো মা, বহুদিন বেঁচে থাকো মা Praying Praying
১৭ মে ২০১৪ রাত ১১:১৫
170148
কাজী যুবাইর মাহমুদ লিখেছেন : সব মায়েরা বেঁচে থাকুক বহুদিন
222931
১৮ মে ২০১৪ দুপুর ১২:৩১
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : বহু দিন বেঁচে থাকো মা।
224510
২২ মে ২০১৪ সকাল ০৯:১৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : মায়েরা সন্তানের সাফল্যের মাঝেই নিজের সাফল্য খুঁজে নেন Angel

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File