ফিকাহ শাস্ত্রের একটি সূক্ষ দিক জানুন

লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ২১ জানুয়ারি, ২০১৫, ০৯:০৮:১০ রাত

আবদুল্লাহ ইবনুূু রুমী ইয়ামামী, আব্বাস ইবনুূু আব্দুল আযীম আনবারী ও আহমদ ইবনুূু জাফর মাকিরী (রহঃ) রাফি ইবনুূু খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। লোকেরা খেজুর গাছ তাবীর (কলম) করত। রাযী বলেনঃ অর্থাৎ খেজুর গাছকে গর্ভদান করত। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা কি করছ? তারা বলছেন- আমরা এরুপ করে আসছি। তিনি বললেনঃ তোমরা এমন না করলেই বোধ হয় ভাল হয়। রাবী বললেন, সূতরাং তারা তা বর্জন করল। আর এতে খেজুর ঝরে পড়ল অথবা রাবী বলেছেন, তার উৎপাদন কমে গেল। রাবী বলেনঃ লোকেলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এ ঘটনা বলল। তখন তিনি বললেন, নিঃসন্দে হে আমি তো একজন মানুষ। দ্বীন সম্পর্কে যখন তোমাদের আমি কোন আদেশ দেই, তখন তোমরা তা পালন করবে, আর যখন কোন কথা আমি আমার মতানূসারে বলি, তখন তো আমি একজন মানুষ মাত্র। [অধ্যায়ঃ ৪৪/ ফযীলত অধ্যায়,হাদিস নাম্বারঃ 5915, মুসলিম শরীফ]

আবূ বকর ইবনুূু আবূ শায়বা ও আমরুন-নাকিদ (রহঃ) আয়িশা (রাঃ) থেকে এবং ভিন্ন সুত্রে আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে গর্ভদানরত (কলমরত) কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন। তিনি বললেন, যদি এটা না কর তাহলে ভাল হবে। লোকেরা তা করল না। এতে চিটা খেজুর উৎপন্ন হলো। পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ দিয়ে অতিক্রম করছিলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের খেজুর গাছের কি হলো? লোকেরা বললো, আপনি এমন এমন বলেছিলেন (তা করায় এরুপ হয়েছে)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই অধিক অবগত। [অধ্যায়ঃ ৪৪/ ফযীলত অধ্যায়,হাদিস নাম্বারঃ 5916, মুসলিম শরীফ]

কুতায়বা ইবনুূু সাঈদ সাকাফী ও আবূ কামিল জাহদারী (রহঃ) তালহা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে খেজুর গাছের পাশে দাঁড়ানো লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এরা কি করছে? লোকেরা বললো, এরা প্রজনন করছে। নরকে মাদী (কেশর) লাগায় এতে তা গর্ভবতী হয়। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি মনে করি না এতে কোন উপকার হয়। রাবী বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ মন্তব্য সাহাবাদের কাছে পৌছলে তারা প্রজনন কর্ম বন্ধ করে দিল। এরপর এ খবর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে দেওয়া হলো। তিনি বললেনঃ এতে যদি তাদের উপকার হয়ে থাকে, তবে তারা করুক। আমি তো একটা ধারণা করেছি মাত্র। অতএব তোমরা আমার ধারণাকে অবলম্বন করো না। কিস্তু আমি যদি আল্লাহর পক্ষ থেকে কোন কথা বলি, তবে তার উপর আমল করো। কেননা আমি মহীয়ান ও গরীয়ান আল্লাহর প্রতি কখনই মিথ্যারোপ করবো না। [অধ্যায়ঃ ৪৪/ ফযীলত অধ্যায়, হাদিস নাম্বারঃ 5914, মুসলিম শরীফ]

এই ৩ টি হাদীস গাছের কলম নামে পরিচিত। ফিকাহ শাস্ত্রে এই ৩ টি হাদীস খুবই বিখ্যাত। এই হাদীস গুলি দ্বারা বুঝা যায় চিকিৎসা ও প্রযুক্তিগত ব্যাপারে উম্মাহই সিদ্ধান্ত নিবে। এই ৩ টা হাদীস থেকে আমরা এটাও বুঝতে পারি আল্লাহর রাসূল আমাদের কে গোঁড়ামি বাদ দিয়ে জ্ঞান বিজ্ঞান সাধনায় রত হতে বলেছেন।

বিষয়: বিবিধ

১৯৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301239
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক শিক্ষণীয় হাদীস। জাযাকাল্লাহ খাইরান।
301271
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩২
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File