শুরু হল সাইনবোর্ডের যাত্রা !!!!!!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন তহুরা ২০ অক্টোবর, ২০১৪, ০৫:০৫:৪৭ বিকাল



দলটার জন্মের সময়ই এর নাম নিয়ে বিতর্ক হয়েছিলো। একটি সমাজতান্ত্রিক দল আবার 'জাতীয়' হয় কিভাবে? কর্নেল তাহের সাহেবরা যখন চীনে গিয়েছিলেন তখন মাও-সেতুং তো তাদের সাথে দেখাই করেন নাই। আর চৌ-এনলাই উনাদের দলের সাথে হিটলারের 'ন্যাশনাল সোসালিজমের' পার্থক্য কী? সেটা জানতে চেয়েছিলেন। দীর্ঘ ৪২ বছরে দলটি সঠিক পথে এসেছে। 'জাসদ' মানে যে 'জাতীয় সুবিধাবাদী দল' সেটার প্রমান রাখলেন কমরেড'রা সব আলহাজ্জ্ব হয়ে গিয়ে।

বিষয়: বিবিধ

১৭৭৫ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276394
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৯
লজিকাল ভাইছা লিখেছেন : উহারা দুই লেজ বিশিষ্ট প্রাণী, ভণ্ড সেক্যুলার ।
২১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪০
220544
তহুরা লিখেছেন :
276401
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : খারাপ টা নিয়ে সমালোচান করুন। হজ্জ নিসঃন্দেহে খারপ কিছু নয়।
২১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩৭
220542
তহুরা লিখেছেন : আপনি কি মনে করে ? হজ্জ করলে ,নামাজ পড়লে মুসলমান ? কিন্তু আল্লাহ মনে করে না । আমিও আপনার মনে করতাম ।এই আয়াত গুলো পড়ার পর আর আগের ধারণায় থাকতে পারলাম ।থাকলে পাপ হবে ।﴿﴿وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ﴾
৮) কিছু লোক এমনও আছে যারা বলে, আমরা আল্লাহর ওপর ও আখেরাতের দিনের ওপর ঈমান এনেছি, অথচ আসলে তারা মু’মিন নয় ৷
﴿يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ﴾
৯) তারা আল্লাহর সাথে ও যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করেছে ৷ কিন্তু আসলে তারা নিজেদেরকেই প্রতারণ করছে, তবে তারা এ ব্যাপারে সচেতন নয়
১১ . অর্থাৎ তাদের মুনাফেকী কার্যকলাপ তাদের জন্য লাভজনক হবে – এ ভুল ধারণায় তারা নিমজ্জিত হয়েছে । অথচ এসব তাদেরকে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত করবে এবং আখেরাতেও। একজন মুনাফিক কয়েকদিনের জন্য দুনিয়ায় মানুষকে ধোকা দিতে পারে কিন্তু সবসময়ের জন্য তার এই ধোঁকাবাজি চলতে পারে না । অবশেষে একদিন তার মুনাফিকীর গুমোর ফাঁক হয়ে যাবেই । তখন সমাজে তার সামান্যতম মর্যাদাও খতম হয়ে যাবে । আর আখেরাতের ব্যাপারে বলা যায় , সেখানে তো ঈমানের মৌখিক দাবীর কোন মূল্যই থাকবে না যদি আমল দেখা যায় তার বিপরীত ।

﴿فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضً ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ﴾
১০) তাদের হৃদয়ে আছে একটি রোগ, আল্লাহ সে রোগ আরো বেশী বাড়িয়ে দিয়েছেন, ১২ আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ৷
১২ . মুনাফিকীকেই এখানে রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে । আর আল্লাহ এ রোগ আরো বাড়িয়ে দিয়েছেন, একথার অর্থ হচ্ছে এই যে, তিনি কালবিলম্ব না করে ঘটনাস্থলেই মুনাফিকদেরকে তাদের মুনাফিকী কার্যকলাপের শাস্তি দেন না বরং তাদেরকে ঢিল দিতে থাকেন। এর ফলে মুনাফিকরা নিজেদের কলা-কৌশলগুলোকে আপাত দৃষ্টিতে সফল হতে দেখে আরো বেশী ও পূর্ণ মুনাফিকী কার্যকলাপে লিপ্ত হতে থাকে ।
﴿وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ﴾
১১) যখনই তাদের বলা হয়েছে , যমীনে ফাসাদ সৃষ্টি করো না, তারা একথাই বলেছে , আমরা তো সংশোধনকারী ৷
﴿أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِن لَّا يَشْعُرُونَ﴾
১২) সাবধান ! এরাই ফাসাদ সৃষ্টিকারী, তবে তারা এ ব্যাপারে সচেতন নয় ৷
﴿وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ۗ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَٰكِن لَّا يَعْلَمُونَ﴾
১৩) আর যখন তাদের বলা হয়েছে , অন্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো ১৩ তখন তারা এ জবাবই দিয়েছে- আমরা কি ঈমান আনবো নির্বোধদের মতো? ১৪ সাবধান !আসলে এরাই নির্বোধ, কিন্তু এরা জানে না ৷
১৩ . অর্থাৎ তোমাদের এলাকার অন্যান্য লোকেরা যেমন সাচ্চা দিলে ও সরল অন্তঃকরণে মুসলমান হয়েছে তোমরাও যদি ইসলাম গ্রহণ করতে চাও তাহলে তেমনি নিষ্ঠা সহকারে সাচ্চা দিলে গ্রহণ করো ।
১৪ . যারা সাচ্চা দিলে নিষ্ঠা সহকারে ইসলাম গ্রহণ করে নিজেদেরকে উৎপীড়ন , নির্যাতন, কষ্ট ও বিপদের মুখে নিক্ষেপ করছিল তাদেরকে তারা নির্বোধ মনে করতো। তাদের মতে নিছক সত্য ও ন্যায়ের জন্য সারা দেশের জনসমাজের শত্রুতার মুখোমুখি হওয়া নিরেট বোকামি ছাড়া আর কিছুই নয় । তারা মনে করতো, হক ও বাতিলের বিতর্কে না পড়ে সব ব্যাপারেই কেবলমাত্র নিজের স্বার্থের দিকে দৃষ্টি রাখাই বুদ্ধিমানের কাজ ।

.

﴿وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَىٰ شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ﴾
১৪) যখন এরা মু’মিনদের সাথে মিলিত হয়, বলেঃ “আমরা ঈমান এনেছি,” আবার যখন নিরিবিলিতে নিজেদের শয়তানদের ১৫ সাথে মিলিত হয় তখন বলেঃ “আমরা তো আসলে তোমাদের সাথেই আছি আর ওদের সাথে তো নিছক তামাশা করছি ৷” সূরা বাকারা ৮-১৪ ।। فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ সেই নামাজীর নামাজ ধংষ ।
276414
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


এটাতো অনেক আগেই বোঝা গিয়েছিল-
বাস্তবায়ন শুরু হলো Shame On You Thumbs Down

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
২১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪৫
220547
তহুরা লিখেছেন : ওয়া আলাইকুমুচ্ছালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
276422
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : উনিতো মক্কায় গিয়েছেন এই designation নেওয়ার জন্য ( বিশ্ব হারামী এগুলো ) এগুলোকে পাটাবলী দেয়া দরকার...।।
"আপু আপনার নিকট আমার একটা প্রশ্ন থেকেযায় সবসময়, এত ছবি কিভাবে সংগ্রহ করেন আপনি ? "
২১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫৭
220549
তহুরা লিখেছেন : এইখান থেকে সংগ্রহ করি ।অনেক ধন্যবাদ ভাল থাক ।।
276442
২০ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৩
২১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩৯
220543
তহুরা লিখেছেন :
276444
২০ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৮
ফেরারী মন লিখেছেন : Big Grin Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আলহাজ্ব কমরেড ইনু
২১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪২
220546
তহুরা লিখেছেন :
276476
২০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৯
কুশপুতুল লিখেছেন : তহুরা আপুর পোষ্টটি পড়ে টাশকি খাওয়ার দশা
শোয়া থেকে ধরফড়িয়ে খাটের ওপর বসা!
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৫:০৮
220550
তহুরা লিখেছেন : খাটের ওপর বসা না শুয়া ইনু সাহেব !!! নিচে ভাবী সাহেবান ।।

276485
২০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সাইনবোর্ড টা কিনতেই তো সরকারি পয়সায় গিয়েছিলেন!! সেটা ব্যাবহার না করলে ক্যামনে হয়।
২১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪২
220545
তহুরা লিখেছেন :
276576
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪২
বুড়া মিয়া লিখেছেন : হুম ...
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৪
220572
তহুরা লিখেছেন : হুম বুড়া মিয়া
১০
276951
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২৫
কাঁচের বালি লিখেছেন : পোস্ট ভালো লেগেছে , ছবিগুলো ও ভালো , কিন্তু জাসদের নাম শুরুর থেকেই ঘাপলা আছে কথাটা ঠিক বুঝলাম না ।
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৪:১৩
233056
তহুরা লিখেছেন :
১১
288061
২৫ নভেম্বর ২০১৪ রাত ১১:২৫
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৪:১২
233055
তহুরা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File