রাসুল (সাঃ) পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ট মনীষী;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৫ মে, ২০১৯, ১২:১২:৪৭ দুপুর

মানুষের জীবন চলার পথে এমন কোন দিক নাই যে আল্লাহর পক্ষথেকে রাসুল (সাঃ) এর মাধ্যমে সমাধান দেওয়া হয় নাই,

রাসুল (সাঃ) হলেন সর্বশ্রেষ্ট মনীষী, জীবনের সবদিক নির্দেশনা দিয়ে গেছেন, তিনি সর্বশ্রেষ্ট মানব, তাঁর কাছে নাযিলকৃত মহাগ্রন্থ আল-কুরআন এবং রাসুল (সাঃ) এর বানী আল হাদিস থেকে আমরা ধারন করার চেষ্টাকরি না। ফলে তাঁর কথা গুলিই অন্যরা যখন প্রকাশ করে তখন অমুক মনীষীর এই কথা বলেছেন বলে প্রচারে লিপ্ত দেখি।

যত বৈজ্ঞানিক, দার্শনিক তারাতো শুধু রিচার্জ করে সব বিষয়ে প্রকাশ করছে।

কেন মুসলমানদের এই অবস্থা? ইসলাম বিরোধীরা তা করতে পারে এটা স্বাভাবিক! অমুক বৈজ্ঞানিক, অমুক দার্শনিক এই কথা বলেছেন বলে প্রচারিত হয়, কিন্তু মূলত বানীটি কার চিন্তা করছেন কখনও???

হয়তো কথাটার মর্ম সে বুঝে বলেছে তাই বলে বানী তার হলো কি করে! নবী করিম (সাঃ)এর কাছে যা নাযিল এবং তাঁর কথা কাজ অন্যরা এর মর্ম উপলব্দি করতে পেরে নিজ ভাবে প্রকাশ করেছে, তাই বলে তাদের বাণী নয়।

রাসুল (সাঃ)এর বানী গুলি রিচার্জ করে বুঝা দরকার এই কথা গুলি কার!

রাসুল (সাঃ) এর বানী হাদিস এবং তাঁর উপর নাযিলকৃত কোরআন অধ্যয়ন করুন নিয়মিত বুঝবেন এইগুলি কার বানী।

আল্লাহ্ আমাদের সাহায্য করুন।

বিষয়: বিবিধ

৫২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File