জীবন-মৃত্যুর উপলদ্ধি

লিখেছেন লিখেছেন অদৃশ্য কলম ১১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৯:০৩ রাত

অন্ধকার ও নিরবতা এক অবিভাজ্য সত্তা। এই সত্তার রাজত্ব গোটা আকাশ জুড়ে। আকাশের শত কোটি তারার দ্বীপ সেখানে আলো জালায় না। আলোকিত করে মানুষের পৃথিবীর মতো পৃথিবীকে।, প্রতিবিম্বিত হয় শুধুই মানুষের চোখেঁ। পৃথিবীর আলো এবং মানুষ শব্দ ও সচলতারূপী জীবনের প্রতীক। পৃথিবীর দিন তাই আজকের জানা বিশ্ব চরাচরের একমাত্র জীবন। এই পৃথিবীর ই প্রতিটি রাত আবার অন্ধকার ও নিঃশ্বব্দ মহাকাশের সাথে হয়ে যায় একাকার, হয়ে দাড়ায় একখন্ড মৃত্যুর প্রতিবিম্ব। আমাদের এই পৃথিবীতে জীবন -মৃত্যুর এই খেলা চলছে প্রতিদিন। জীবন - মৃত্যুর দুই রূপ প্রতিদিনই মুর্তিমান হয়ে আবির্ভূত হচ্ছে আমাদের চোখেঁর সামনে। কিন্তু আমাদের অনেক কেই দিনের জীবন যতটা বিমুগ্ধ করে, রাতের মৃত্যু ততোটা ভীত করেনা।।

বিষয়: বিবিধ

৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File