মাননীয় প্রধানমন্ত্রী প্লিজ এবার বিদায় হোন

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০১ আগস্ট, ২০২৪, ১১:০৩:০৩ রাত



মাননীয় প্রধানমন্ত্রী,

আপনি এবার অবসরে যান, ক্ষমতা ত্যাগ করুন,

বা এক প্লেন ভর্তি পোষ্য নিয়ে বিদেশ ভ্রমণে যান

অথবা তল্পিতল্পা গুটিয়ে নতুন কোনো দেশে বসবাসের ঘোষণা দিন,

যা ইচ্ছে করুন -তবুও দয়া করে কিছু করুন;

দয়া করে বিদায় হোন ।

আপনার মধ্যে দেশনেত্রী হবার কোনো যোগ্যতা আর অবশিষ্ট নেই,

আপনার ব্যাঘ্রসম পিতার বীর্যের কোনো চিহ্ন নেই,

মুক্তিযুদ্ধ চেতনার কোনো সুবাস নেই ।

বরং এই বেদনা বিধূর আগস্ট মাসের শুরুতে

আপনার হাতে হাজার ছাত্রের তাজা রক্তের গন্ধ !

সাতান্ন হাজার বর্গ মাইলের এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে

হাজারো সাঈদ, মীর মুগ্ধের মতো নিষ্পাপ ছেলের শব, এখনো দেশের বাতাসে তাজা বারুদের গন্ধ !

পিতার মৌন মুখ, মায়ের কান্না, ভাই হারানো বোনের আহাজারি ।

আপনি বদলে গেছেন সহসাই ইয়াহহিয়ার প্রেতাত্মায় !

আইয়ুবীয় কাঠামোতে সাজানো আপনার শাসন

মুক্তি যুদ্ধের নয়, মুক্তিযোদ্ধাদের নয়, আমাদের নয়

আপনি আমাদের কেউ নন আর |

জাতির পিতার কন্যার মুখে আজ পটুয়া কামরুলের ব্যাঘ্র মানবের প্রতিচ্ছবি ।

অযোগ্যদের সমভিব্যাহারে গড়া আপনার ব্যর্থ ক্ষমতা মসনদ থেকে

এবার প্লিজ বিদায় হোন শান্তির কপত উড়ুক এই রক্তাক্ত বাংলাদেশে ।

বিষয়: বিবিধ

১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File