কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়

লিখেছেন লিখেছেন বাকশাল ২৩ আগস্ট, ২০১৯, ০৩:১৪:৪৬ দুপুর

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, কখনো নয়। এটা আন্তর্জাতিক বিষয়, এ বিষয়ের সাথে জাতিসংঘের রেজুলেশন জডিত। আত্মনিয়ন্ত্রণের অধিকার মানুষের একটি স্বীকৃত আন্তর্জাতিক মানবাধিকার। এ অধিকারের আলোকে দুনিয়া তাবত অনেক রাষ্ট্রের জন্ম হয়েছে। স্বয়ং বাংলাদেশ ও পাকিস্তানিদের থেকে এ অধিকারের আলোকে জন্ম নেয়া রাষ্ট্র। যে রাষ্ট্রের মানুষ যে অধিকারের আলোকে নিজেদের অস্তিত্ব তৈরী করেছে সেই জনগন সেই অধিকার অন্যদের ক্ষেত্রে স্বীকৃতি দিবেনা তা হয়না! এবং বাংলাদেশের মানুষ সেরকম দ্বীচারি করেনা। তারা যে অধিকারের আওতায় জন্ম নিয়েছে সে অধিকার অন্যদের ক্ষেত্রে ও তারা প্রয়োগ চায়, চাইবে, এটাই স্বাভাবিক, না চাওয়াটা ই বরং অস্বাভাবিক । যেটা আমাদের সরকার করতে পারে, জনগণ করে না।। যেখানে আন্তর্জাতিক আইন লংঘন হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার লংঘন হচ্ছে সেটি কোন দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারেনা। বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে তা একান্ত এ সরকারের হতে পারে, এটার সাথে বাংলাদেশের জনসাধারণের চিন্তা- ধারনার কোন মিল নেই।

বিষয়: আন্তর্জাতিক

৪৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386732
০৪ সেপ্টেম্বর ২০১৯ সকাল ০৬:৪৯
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File